বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস সিরিজের দ্বিতীয় ম্যাচ আজ


Janobani

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০১:২৮ পিএম, ১লা সেপ্টেম্বর ২০২৫


বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস সিরিজের দ্বিতীয় ম্যাচ আজ
ছবি: সংগৃহীত

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ (১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের সিরিজের দ্বিতীয় ম্যাচ। প্রথম ম্যাচ জিতে ইতোমধ্যেই সিরিজে এগিয়ে রয়েছে বাংলাদেশ। তাই আজকের ম্যাচটি টাইগারদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ।


নেদারল্যান্ডসের জন্যও জয় অপরিহার্য, কারণ সিরিজে টিকে থাকতে হবে। দলটির কোচ নোয়া ক্রোস বলেছেন, “অবশ্যই ঘুরে দাঁড়ানোর সুযোগ আছে। আমাদের এখানে খেলার অভিজ্ঞতা নেই, তবে আমরা ভালো পারফর্ম করতে চাই।”


আরও পড়ুন: লিটনের ঝড়ো ফিফটি, দাপুটে জয়ে সিরিজ শুরু টাইগারদের


বাংলাদেশ দলের সহকারী কোচ সালাউদ্দিন বলেন, “দলে স্বাস্থ্যকর প্রতিযোগিতা তৈরি হয়েছে। খেলোয়াড়রা শুধু টিকে থাকার জন্য নয়, পারফর্ম করার জন্য খেলবে। এতে দলের মান বাড়বে।”


দীর্ঘ সময় পর জাতীয় দলে ফিরেছেন নুরুল হাসান সোহান। সালাউদ্দিন জানান, “যদি কেউ ভালো পারফর্ম করে, তা দলের জন্য সুবিধা।”


আরও পড়ুন: এশিয়া কাপ নিয়ে এখনই ভাবতে নারাজ হেড কোচ সিমন্স 


প্রথম ম্যাচে আগে বোলিং করে জয় অর্জন করেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে আগে ব্যাট করবে কি না, তা নিয়ে তিনি বলেন, “জেতার জন্য যে সিদ্ধান্ত দরকার, আমরা তাই নেব।”


আরএক্স/