আজ আন্তর্জাতিক চিঠি দিবস


Janobani

জনবাণী ডেস্ক

প্রকাশ: ০১:৫৬ পিএম, ১লা সেপ্টেম্বর ২০২৫


আজ আন্তর্জাতিক চিঠি দিবস
ছবি: সংগৃহীত

আজ ১ সেপ্টেম্বর, আন্তর্জাতিক চিঠি দিবস। আধুনিক যুগে মোবাইল ও ইন্টারনেট যোগাযোগের প্রধান মাধ্যম হলেও একসময় চিঠিই ছিল খবর আদান-প্রদানের একমাত্র ভরসা।


প্রিয়জনের হাতে লেখা একটি চিঠি পাওয়ার অপেক্ষা, ডাকপিয়নের আগমনের প্রতীক্ষা - এসব ছিল এক অনন্য অনুভূতির অংশ, যা আজ অনেকটাই স্মৃতির পাতায় স্থান নিয়েছে।


আরও পড়ুন: আটাবের উদ্যোগে দেশীয় পর্যটনে নবজোয়ার


চিঠি শুধু যোগাযোগ নয়, সাহিত্য, শিল্প, প্রেম কিংবা যুদ্ধের ইতিহাসেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। চিঠি নিয়ে অসংখ্য গান, কবিতা ও গল্প রচিত হয়েছে। কিন্তু প্রযুক্তির অগ্রগতিতে সেই চিঠি এখন হারিয়ে যাওয়া এক শিল্পকর্মের মতো।


চিঠি দিবস পালনের সূচনা হয় ২০১৪ সালে। অস্ট্রেলিয়ার নাগরিক রিচার্ড সিম্পকিন নব্বইয়ের দশকের শেষের দিকে নিজ দেশের বিশিষ্ট ব্যক্তিদের চিঠি পাঠাতেন। সবসময় উত্তর না পেলেও যেদিন কোনো জবাব আসত, তা তার জন্য বিশেষ আনন্দের উৎস হতো। সেই অনুপ্রেরণা থেকেই তিনি চিঠি লেখার চর্চা ধরে রাখতে ‘আন্তর্জাতিক চিঠি দিবস’-এর প্রচলন করেন।


আরও পড়ুন: বন্ধু আনফ্রেন্ড করার দিন আজ


এখন ডিজিটাল যুগ হলেও এ দিবসের মাধ্যমে মানুষকে আবারও চিঠি লেখার উষ্ণতা ও আবেগের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়াই মূল লক্ষ্য।


এএস