টরোন্টোতে ‘Taste of Bangladesh’-এ আবৃত্তিতে মুগ্ধ করলেন মুনিরা মিলি


Janobani

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০৫:৩৯ পিএম, ২রা সেপ্টেম্বর ২০২৫


টরোন্টোতে ‘Taste of Bangladesh’-এ আবৃত্তিতে মুগ্ধ করলেন মুনিরা মিলি
ছবি: প্রতিনিধি

কানাডার টরোন্টোতে দুই দিনব্যাপী অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য সাংস্কৃতিক আয়োজন ‘Taste of Bangladesh’। ৩০ ও ৩১ আগস্ট আয়োজিত এ অনুষ্ঠানে গান, নাচ ও আবৃত্তির পরিবেশনায় মেতে ওঠেন প্রবাসীরা।


আবৃত্তি পরিবেশন করে দর্শকদের মন জয় করেন টরোন্টোর আবৃত্তি অঙ্গনের পরিচিত মুখ ও ‘আলোকধারায় মিলি’র সভাপতি মুনিরা সুলতানা মিলি। তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের “নম নম নমো বাংলাদেশ নমো” কবিতাটি আবৃত্তি করলে পুরো মিলনমেলায় আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়।


অনুষ্ঠানে গান পরিবেশন করেন জনপ্রিয় শিল্পী বালাম ও মম। এছাড়া প্রাদেশিক এমপি সালমা জাহিদ, স্থানীয় সিটি কাউন্সিলর কান্ডালা, লিবারেল পার্টি অব কানাডা অন্টারিওর জেনারেল সেক্রেটারীসহ প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।


আরএক্স/