বলিউডের গোপন নোংরামি নিয়ে মুখ খুললেন নায়িকা


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০১:১১ পিএম, ২রা সেপ্টেম্বর ২০২৫


বলিউডের গোপন নোংরামি নিয়ে মুখ খুললেন নায়িকা
ছবি: সংগৃহীত

বলিউডের শীর্ষ নায়িকা কৃতি স্যানন ফিল্ম ইন্ডাস্ট্রিতে নারী ও পুরুষ অভিনেতাদের বৈষম্য নিয়ে মুখ খুলেছেন। এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “ছোট ছোট বৈষম্য ইন্ডাস্ট্রিতে গোপন নোংরামির বার্তা দেয়।”


২০১৪ সালে বলিউডে অভিষেকের পর থেকে একের পর এক সফল সিনেমায় কাজ করা কৃতি অভিযোগ করেছেন, পুরুষ অভিনেতাদের তুলনায় নারী তারকাদের কম গুরুত্ব দেওয়া হয়। 


আরও পড়ুন: ছেলে জয়কে নিয়ে সিঙ্গাপুরে যাচ্ছেন অপু-শাকিব, ভর্তি করাবেন স্কুলে


তিনি বলেন, “পুরুষদের জন্য বড় গাড়ি, বড় মেকআপ রুম থাকে। শুধু নারী হওয়ায় আমাকে ছোট করে দেখা হয়।”


কৃতি আরও বলেন, তার মা-পিতার সমানাধিকার শিক্ষা তাকে নারী বৈষম্যের বিরুদ্ধে সচেতন করেছে। 


তিনি জানান, “অনেক সময় সহকারী পরিচালকরা আমাকে আগে ডেকে নেন, পরে পুরুষ অভিনেতার জন্য অপেক্ষা করেন। তখন আমাকে বাধ্য হয়ে বলতে হয় ‘এভাবে করো না’। মানসিকতা বদলাতে হবে।”


আরও পড়ুন: বেগুনির মায়ায় কুসুম, আবারও মুগ্ধ ভক্তরা


বর্তমানে কৃতি ব্যস্ত আছেন নতুন সিনেমা ‘তেরে ইশক মে’ নিয়ে, যেখানে তার বিপরীতে অভিনয় করছেন ধানুশ।


আরএক্স/