ছেলে জয়কে নিয়ে সিঙ্গাপুরে যাচ্ছেন অপু-শাকিব, ভর্তি করাবেন স্কুলে
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১২:৩৬ পিএম, ২রা সেপ্টেম্বর ২০২৫

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস ছেলে আব্রাম খান জয়কে পড়াশোনার জন্য বিদেশে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন। এবার জানা গেল, জয়কে নিয়ে সিঙ্গাপুর যাচ্ছেন তিনি। আর এ সিদ্ধান্তে রয়েছেন ছেলের বাবা নায়ক শাকিব খানও।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অপু বিশ্বাস নিজেই নিশ্চিত করেছেন বিষয়টি। তিনি জানান, ছেলে জয়কে সিঙ্গাপুরের একটি স্কুলে ভর্তি করাবেন। এই সিদ্ধান্তটা সন্তানের বাবার সঙ্গে আলোচনা করেই নেওয়া হয়েছে। খুব শিগগিরই তারা জয়কে নিয়ে সিঙ্গাপুর উড়াল দেবেন।
আরও পড়ুন: বেগুনির মায়ায় কুসুম, আবারও মুগ্ধ ভক্তরা
অপু বলেন, “এই বিষয়টি আমার আর জয়ের বাবার মধ্যেই আলোচনা হয়েছিল, তবে কীভাবে সেটা বাইরে চলে এলো জানা নেই। আমি আসলে একটু নিজের মধ্যে রাখতেই পছন্দ করি।”
এর আগে ঢাকায় একই ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াশোনা করত শাকিব খানের দুই সন্তান জয় ও বীর। তবে নানা নেতিবাচক ঘটনার কারণে জয়কে সেই স্কুল থেকে সরিয়ে নেন অপু। পরবর্তীতে বিদেশে পড়াশোনার পরিকল্পনা করেন তিনি।
আরও পড়ুন: এটা সারপ্রাইজ হিসেবে থাকুক: তানজিন তিশা
তবে জয়কে সিঙ্গাপুরে ভর্তি করালেও সেখানে স্থায়ীভাবে বসবাস করবেন কি না, সে বিষয়ে স্পষ্ট কিছু জানাননি অভিনেত্রী। ব্যক্তিগত বিষয় হিসেবে এটিকে আড়ালে রাখতেই চান তিনি।
প্রসঙ্গত, গত এপ্রিল মাসেও জয়কে নিয়ে সিঙ্গাপুর ভ্রমণ করেছিলেন অপু বিশ্বাস। ধারণা করা হচ্ছে, এবার ছেলেকে ভর্তি করানোর সব প্রস্তুতিই সম্পন্ন করেছেন তিনি।
আরএক্স/