ভারতের সঙ্গে সম্পর্ক ছিল একপেশে, আমি বদলেছি: ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০১:০৭ পিএম, ৩রা সেপ্টেম্বর ২০২৫

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বহু বছর ধরে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের সম্পর্ক ছিল একপেশে। নয়াদিল্লি যুক্তরাষ্ট্রের ওপর বিশ্বের অন্যতম সর্বোচ্চ শুল্ক আরোপ করায় দুই দেশের মধ্যে ব্যবসা করা কঠিন হয়ে পড়েছিল।
আরও পড়ুন: আবারও ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান, আতঙ্কে মানুষ
বুধবার (৩ সেপ্টেম্বর) এনডিটিভি এক প্রতিবেদনে জানায়, হোয়াইট হাউসে এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক খুব ভালো। তবে বহু বছর ধরে এই সম্পর্কটা ছিল একপেশে, আর আমি ক্ষমতায় আসার পর তা বদলেছে।”
আরও পড়ুন: গাজায় অনাহারে ৩৪৮ জনের মৃত্যু, নিহত ৬৩৫০০ ছাড়াল
তিনি অভিযোগ করেন, ভারত যুক্তরাষ্ট্রের ওপর বিপুল শুল্ক আরোপ করলেও মার্কিন প্রশাসন তখন ভারতীয় পণ্যের ওপর শুল্ক আরোপ করত না। উদাহরণ টেনে তিনি বলেন, হার্লে ডেভিডসন মোটরসাইকেলের ওপর ২০০ শতাংশ শুল্ক বসানো হয়েছিল, যার ফলে কোম্পানিটি ভারতে নিজস্ব কারখানা গড়ে তুলতে বাধ্য হয়।
ট্রাম্প দাবি করেন, তার ক্ষমতায় আসার পর যুক্তরাষ্ট্র-ভারত সম্পর্ক নতুন ভারসাম্যে পৌঁছেছে।
আরএক্স/