পাকিস্তানে রাজনৈতিক সমাবেশে আত্মঘাতী বোমা হামলায় নিহত ১৫


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১:০২ পিএম, ৩রা সেপ্টেম্বর ২০২৫


পাকিস্তানে রাজনৈতিক সমাবেশে আত্মঘাতী বোমা হামলায় নিহত ১৫
ছবি: সংগৃহীত

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিম প্রদেশ বেলুচিস্তানের রাজধানী কোয়েটায় এক রাজনৈতিক সমাবেশে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১১ জন নিহত এবং ৪০ জন আহত হয়েছেন। 


মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) সন্ধ্যায় কোয়েটার একটি স্টেডিয়ামের পার্কিং লটে এই ঘটনা ঘটে। বার্তা সংস্থা এএফপিকে দুজন কর্মকর্তা এই খবর নিশ্চিত করেছেন।


আরও পড়ুন: বাবার সঙ্গে প্রথম বিদেশ সফর, কিমের মেয়েকে নিয়ে কেন এত আলোচনা


এক বিবৃতিতে বেলুচিস্তান প্রাদেশিক সরকারের স্বাস্থ্যমন্ত্রী বখত মুহম্মদ কাকার নিশ্চিত করে বলেছেন, ১৫ জন নিহতের পাশাপাশি আহত হয়েছেন ৩৮ জন। তাদের সবাইকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।


“হামলাকারীর লক্ষ্য ছিল মিছিলের সামনের দিকে বিস্ফোরণ ঘটানো, কারণ সামনের দিকে বিএনপির গুরুত্বপূর্ণ নেতারা ছিলেন। কিন্তু নিরাপত্তা ব্যবস্থার কড়াকড়ির কারণে হামলাকারী সামনে যেতে পারেনি”, বিবৃতিতে বলেন বখত মুহম্মদ কাকার।


আরও পড়ুন: ভারতের সঙ্গে সম্পর্ক ছিল একপেশে, আমি বদলেছি: ট্রাম্প


এ ঘটনার তদন্ত করতে একটি উচ্চপর্যায়ের দল গঠন করা হয়েছে বলেও বিবৃতিতে জানিয়েছেন তিনি।


মঙ্গলবার কোয়েটার শাহওয়ানি স্টেডিয়ামে বোমা হামলা হয়েছে। সেই হামলায় কেউ নিহত হননি, তবে আহত হয়েছেন অনেকে এবং আহতদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক।


এমএল/