ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে যেসব দেশ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০১:২২ পিএম, ৪ঠা সেপ্টেম্বর ২০২৫

বিশ্বের ক্রমবর্ধমান সংখ্যক দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে। ইতোমধ্যে ১৪৫টিরও বেশি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে বা দেওয়ার প্রতিশ্রুতি জানিয়েছে।
১৯৮৮ সালে ফিলিস্তিন জাতীয় পরিষদ (পিএনসি) স্বাধীনতা ঘোষণা করার পর প্রথম দফায় বেশ কয়েকটি দেশ আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়। পরবর্তী সময়ে ১৯৯০, ২০০০ ও ২০১০-এর দশকে পশ্চিমা দেশ ব্যতীত আরও অনেক দেশ ফিলিস্তিনের রাষ্ট্রীয় মর্যাদা স্বীকার করে।
আরও পড়ুন: ভারত শুল্ক দিয়ে আমাদের হত্যা করেছে: ট্রাম্প
২০২৪ সালের শেষ দিকে ইউরোপীয় ও ক্যারিবীয় অঞ্চল থেকে বার্বাডোস, আয়ারল্যান্ড, জ্যামাইকা, নরওয়ে এবং স্পেন ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। সে সময় আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী সাইমন হ্যারিস ইসরায়েলের প্রতি গাজার মানবিক সংকট সমাধানে কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বান জানান।
সর্বশেষ ঘোষণায় অস্ট্রেলিয়া, বেলজিয়াম, কানাডা ও ফ্রান্স জানিয়েছে, তারা ২০২৫ সালের সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ অধিবেশনে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে।
আরও পড়ুন: পাকিস্তানে রাজনৈতিক সমাবেশে আত্মঘাতী বোমা হামলায় নিহত ১৫
যুক্তরাজ্যও শর্তসাপেক্ষে জানিয়েছে, ইসরায়েল যদি গাজায় যুদ্ধবিরতি এবং নির্দিষ্ট কিছু শর্ত পূরণে ব্যর্থ হয়, তবে তারা ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে বাধ্য হবে।
এই অবস্থান যুক্তরাষ্ট্রকে তুলনামূলকভাবে একঘরে করে ফেলেছে। বিশেষ করে ইসরায়েলের সামরিক অভিযান ও সহায়তা সীমাবদ্ধতা নিয়ে মার্কিন প্রশাসন ক্রমবর্ধমান সমালোচনার মুখে পড়ছে।
আরও পড়ুন: বাবার সঙ্গে প্রথম বিদেশ সফর, কিমের মেয়েকে নিয়ে কেন এত আলোচনা
ইসরায়েল অবশ্য এসব স্বীকৃতিকে প্রত্যাখ্যান করেছে এবং একে ‘হামাসকে পুরস্কৃত করা’ বলে মন্তব্য করেছে। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এ ধরনের স্বীকৃতির তীব্র সমালোচনা করেছেন।
বিশ্বজুড়ে যখন গাজায় মানবিক দুর্ভিক্ষ ও খাদ্য সংকট নিয়ে উদ্বেগ বাড়ছে, তখন জাতিসংঘ ও বিভিন্ন মানবাধিকার সংস্থা ইসরায়েলের অবরোধ নীতিকে দায়ী করে নিন্দা জানিয়েছে।
এএস