কানাডায় প্রবাসীদের ভোটার কার্যক্রম পর্যবেক্ষণে যাচ্ছেন সিইসি


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০২:৩১ পিএম, ৪ঠা সেপ্টেম্বর ২০২৫


কানাডায় প্রবাসীদের ভোটার কার্যক্রম পর্যবেক্ষণে যাচ্ছেন সিইসি
ফাইল ছবি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন প্রবাসীদের ভোটার নিবন্ধন কার্যক্রম পর্যবেক্ষণের জন্য কানাডা যাচ্ছেন।


তিনি বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাতে দেশত্যাগ করবেন এবং ১৮ সেপ্টেম্বর দেশে ফেরার কথা রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সিইসির একান্ত সচিব মোহাম্মদ আশরাফুল আলম।


আরও পড়ুন: নুর-মেঘমল্লার-নাজমুলদের দেখতে হাসপাতালে ঢাবি উপাচার্য


ইসির উপসচিব মো. শাহ আলম স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়েছে, সিইসি ৫ থেকে ১২ সেপ্টেম্বর টরোন্টো ও অটোয়ায় প্রবাসীদের ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন ও তদারকি করবেন। পরে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত ব্যক্তিগত কাজে ভ্যানকুভারে অবস্থান করবেন তিনি।


বর্তমানে প্রবাসীদের ভোটার তালিকা প্রণয়ন ও এনআইডি বিতরণের কাজ ১০টি দেশের ১৭টি স্টেশনে দূতাবাসের মাধ্যমে পরিচালনা করছে নির্বাচন কমিশন। এসব দেশ হলো- সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, যুক্তরাজ্য, ইতালি, কুয়েত, কাতার, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, জাপান ও কানাডা।


এএস