জাতীয় আস্থার সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন ইসি আনোয়ারুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:১১ পিএম, ৪ঠা সেপ্টেম্বর ২০২৫

নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, সমাজে আস্থার জায়গায় এখন কেউ নেই, যা জাতীয় সংকটে পরিণত হয়েছে। তিনি নিজেও দাবি করেননি যে তিনি আস্থার জায়গায় আছেন।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি)-এর সঙ্গে মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি।
আরও পড়ুন: ভুল হতে পারে, কিন্তু নির্বাচনে অন্যায় প্রশ্রয় দেওয়া হবে না: ইসি মাছউদ
আনোয়ারুল ইসলাম বলেন, “আমি একা দাবি করতে পারি না যে আমি ভালো, অন্যরা খারাপ। একইভাবে কেউ বলতে পারে না আমি খারাপ আর তারা ভালো। আমাদের সবার জন্যই আস্থার সংকট তৈরি হয়েছে।”
তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে আস্থা পুনরুদ্ধারের কথা। এজন্য প্রতিটি পেশার সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তোলা জরুরি। পারস্পরিক শ্রদ্ধা ও বিশ্বাস বজায় রাখতে হবে। সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে হলে সবাইকে সহযোগিতা করতে হবে।
আরও পড়ুন: কানাডায় প্রবাসীদের ভোটার কার্যক্রম পর্যবেক্ষণে যাচ্ছেন সিইসি
সাংবাদিকদের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, “আপনারা নির্বাচনী কার্যক্রমে ২৪ ঘণ্টা জড়িত থাকেন। নীতিমালার খসড়া যদি আমরা আগে পেতাম, তাহলে আরও ভালোভাবে কাজ করা যেত। প্রত্যেক বিষয়েই বিশ্লেষণ জরুরি, এজন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন।”
আনোয়ারুলের মতে, অভিজ্ঞতা বিনিময় ও আলোচনা-পর্যালোচনার মাধ্যমেই সমস্যার সমাধান সম্ভব। মূল লক্ষ্য যেহেতু সবার এক, তাই পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ভালো নির্বাচন আয়োজন করা সম্ভব।
আরও পড়ুন: নুর-মেঘমল্লার-নাজমুলদের দেখতে হাসপাতালে ঢাবি উপাচার্য
সভায় সভাপতিত্ব করেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, বেগম তাহমিদা আহমদ, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ, আরএফইডি’র সভাপতি কাজী জেবেল ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীসহ অন্যরা।
এএস
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

মানবতাবিরোধী মামলার অভিযুক্তরা নির্বাচনে অংশ নিতে পারবেন না: প্রেস সচিব

নির্বাচনি দায়িত্বে ইউএনও-ডিসিদের জন্য আসছে ২২০টি নতুন গাড়ি

নতুন মন্ত্রীদের জন্য ৬০টি মিতসুবিশি পাজেরো কিনতে যাচ্ছে সরকার

ভুল হতে পারে, কিন্তু নির্বাচনে অন্যায় প্রশ্রয় দেওয়া হবে না: ইসি মাছউদ
