ভুল হতে পারে, কিন্তু নির্বাচনে অন্যায় প্রশ্রয় দেওয়া হবে না: ইসি মাছউদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৩৯ পিএম, ৪ঠা সেপ্টেম্বর ২০২৫

আসন্ন নির্বাচনকে স্বচ্ছ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার অঙ্গীকার করেছেন জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ। তিনি বলেছেন, নির্বাচনে ভুল হতেই পারে, তবে কোনো ধরনের অন্যায়কে কখনোই প্রশ্রয় দেওয়া হবে না।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি’র (আরএফইডি) সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: কানাডায় প্রবাসীদের ভোটার কার্যক্রম পর্যবেক্ষণে যাচ্ছেন সিইসি
ইসি মাছউদ আরও বলেন, "আমরা একটি স্বচ্ছ ও সুষ্ঠু ভোট চাই। এজন্য গণমাধ্যমের সহযোগিতা অপরিহার্য। সাংবাদিকদের জন্য কাজ সহজ করতে কমিশন এমন পদক্ষেপ নেবে, যা সবার জন্য কল্যাণকর হবে এবং গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী করবে।"
সভায় সভাপতিত্ব করেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার বেগম তাহমিদা আহমদ, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহসহ আরএফইডি’র সভাপতি কাজী জেবেল ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।
এএস
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

মানবতাবিরোধী মামলার অভিযুক্তরা নির্বাচনে অংশ নিতে পারবেন না: প্রেস সচিব

নির্বাচনি দায়িত্বে ইউএনও-ডিসিদের জন্য আসছে ২২০টি নতুন গাড়ি

নতুন মন্ত্রীদের জন্য ৬০টি মিতসুবিশি পাজেরো কিনতে যাচ্ছে সরকার

জাতীয় আস্থার সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন ইসি আনোয়ারুল
