নতুন মন্ত্রীদের জন্য ৬০টি মিতসুবিশি পাজেরো কিনতে যাচ্ছে সরকার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৪০ পিএম, ৪ঠা সেপ্টেম্বর ২০২৫

আগামী নির্বাচনে গঠিত নতুন সরকারের মন্ত্রীদের জন্য ৬০টি বিলাসবহুল মিতসুবিশি পাজেরো কেনার অনুমোদন দিয়েছে অর্থ মন্ত্রণালয়। প্রতিটি গাড়ির দাম এক কোটি ৬৯ লাখ টাকা করে ধরা হয়েছে। এসব গাড়ি কিনতে খরচ হবে প্রায় ১০১ কোটি ৬১ লাখ টাকা।
এর পাশাপাশি জেলা ও উপজেলা পর্যায়ে দায়িত্ব পালনের জন্য কেনা হবে আরও ২২০টি গাড়ি, যার মধ্যে রয়েছে ১৯৫টি পাজেরো এবং ২৫টি মাইক্রোবাস। সব মিলিয়ে ২৮০টি গাড়ি কিনতে সরকারের মোট ব্যয় দাঁড়াবে প্রায় ৪৪৫ কোটি টাকা।
আরও পড়ুন: জাতীয় আস্থার সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন ইসি আনোয়ারুল
জনপ্রশাসন মন্ত্রণালয় গত ২১ আগস্ট এ প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠায়।
প্রস্তাবে উল্লেখ করা হয়, বিদ্যমান সরকারি গাড়িগুলো ২০১৫-১৬ অর্থবছরে কেনা হয়েছিল। এগুলো প্রায়শই বিকল হয়ে পড়ছে, ফলে ভবিষ্যতে মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের দায়িত্ব পালনে সমস্যা হতে পারে। সেই যুক্তিতে নতুন গাড়ি কেনার সুপারিশ করা হয়।
আরও পড়ুন: ভুল হতে পারে, কিন্তু নির্বাচনে অন্যায় প্রশ্রয় দেওয়া হবে না: ইসি মাছউদ
গাড়িগুলো সরাসরি প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড থেকে কেনা হবে। এ ক্ষেত্রে অর্থ বিভাগ শর্ত দিয়েছে, অকেজো গাড়ি বিআরটিএর পরিদর্শনের মাধ্যমে অবসরে পাঠাতে হবে। একই সঙ্গে ক্রয় প্রক্রিয়ায় পাবলিক প্রকিউরমেন্ট আইন ও বিধিমালা মেনে চলতে হবে।
তবে এই সিদ্ধান্তকে কেন্দ্র করে সমালোচনা উঠেছে। টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান প্রশ্ন তুলেছেন, পরবর্তী সরকারের জন্য গাড়ি কেনার সিদ্ধান্ত কেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নিচ্ছে।
আরও পড়ুন: কানাডায় প্রবাসীদের ভোটার কার্যক্রম পর্যবেক্ষণে যাচ্ছেন সিইসি
তিনি বলেন, “এটি বর্তমান সরকারের দায়িত্ব নয়। সিদ্ধান্তটি অনতিবিলম্বে বাতিল করা উচিত।”
চলতি অর্থবছরের বাজেটে গাড়ি কেনার জন্য বরাদ্দ ছিল ৩২৮ কোটি টাকা। তবে নতুন গাড়ি কেনার অনুমোদিত ব্যয় বরাদ্দের চেয়ে প্রায় ৯৬ কোটি টাকা বেশি হবে, যা অন্য খাত থেকে সমন্বয় করা হবে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়।
এএস
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

মানবতাবিরোধী মামলার অভিযুক্তরা নির্বাচনে অংশ নিতে পারবেন না: প্রেস সচিব

নির্বাচনি দায়িত্বে ইউএনও-ডিসিদের জন্য আসছে ২২০টি নতুন গাড়ি

জাতীয় আস্থার সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন ইসি আনোয়ারুল

ভুল হতে পারে, কিন্তু নির্বাচনে অন্যায় প্রশ্রয় দেওয়া হবে না: ইসি মাছউদ
