এবার ইসরায়েলকে কড়া সতর্কবার্তা দিল আরব আমিরাত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৩:০৪ পিএম, ৪ঠা সেপ্টেম্বর ২০২৫

অবরুদ্ধ গাজায় টানা প্রায় ২৩ মাস ধরে চলছে ইসরায়েলের অমানবিক আগ্রাসন। হামাসকে উৎখাত ও জিম্মি মুক্তির অজুহাতে প্রতিদিনই নিরীহ ফিলিস্তিনিদের ওপর বোমা হামলা ও হত্যাযজ্ঞ চালাচ্ছে দখলদার বাহিনী। গাজাবাসীর জন্য একদিনও মৃত্যুহীন সময় কাটানো সম্ভব হয়নি।
সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রকাশ্যে গাজা দখলের পরিকল্পনা ঘোষণা করেন। এতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থন পাওয়ার পর আরও বেপরোয়া হয়ে উঠেছে দেশটি। আন্তর্জাতিক নিন্দা ও প্রতিবাদ সত্ত্বেও জাতিসংঘ কিংবা আন্তর্জাতিক আদালতের উদ্যোগও এ আগ্রাসন থামাতে ব্যর্থ হয়েছে। একইসঙ্গে অধিকৃত পশ্চিম তীরকে পুরোপুরি ইসরায়েলের মানচিত্রে যুক্ত করার পরিকল্পনাও প্রকাশ্যে এসেছে।
আরও পড়ুন: ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে যেসব দেশ
এমন পরিস্থিতিতে এবার কড়া হুঁশিয়ারি দিয়েছে সংযুক্ত আরব আমিরাত।
দেশটি জানিয়েছে, ইসরায়েল যদি দখলনীতিতে অটল থাকে তবে তাদের সঙ্গে স্বাক্ষরিত আব্রাহাম চুক্তি ঝুঁকির মুখে পড়বে। ২০২০ সালে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় স্বাক্ষরিত এই চুক্তির মাধ্যমে আমিরাত, বাহরাইন ও মরক্কো ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে। তবে এর শর্ত ছিল পশ্চিম তীর দখলের পরিকল্পনা স্থগিত রাখা।
আরও পড়ুন: ভারত শুল্ক দিয়ে আমাদের হত্যা করেছে: ট্রাম্প
আমিরাতের জ্যেষ্ঠ কূটনীতিক লানা নুসেইবেহ বলেন, “ইসরায়েল পশ্চিম তীরকে মানচিত্রে যুক্ত করলে তা আমাদের জন্য চূড়ান্ত সীমা লঙ্ঘনের শামিল হবে। এতে দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানের সম্ভাবনাও ধ্বংস হয়ে যাবে।”
ফিলিস্তিনি কর্তৃপক্ষ আমিরাতের এই অবস্থানকে স্বাগত জানিয়েছে। তবে ইসরায়েলি সরকার এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি।
এএস