ভালুকের আক্রমণে আহত পাকিস্তানি সংগীতশিল্পী কুরাতুলাইন বালুচ


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩:৪২ পিএম, ৫ই সেপ্টেম্বর ২০২৫


ভালুকের আক্রমণে আহত পাকিস্তানি সংগীতশিল্পী কুরাতুলাইন বালুচ
ছবি: সংগৃহীত

পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী কুরাতুলাইন বালুচ, যিনি কিউবি নামেও পরিচিত, হিমালয় বাদামী ভালুকের আক্রমণে গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে গিলগিত-বালতিস্তানের দেওসাই জাতীয় উদ্যানে। এতে তার হাতে গভীর ক্ষত সৃষ্টি হয়।


পাকিস্তানি গণমাধ্যম জানায়, কিউবি ও তার দলের সদস্যরা দেওসাইয়ের ‘বড় পানি’ এলাকায় ক্যাম্পে অবস্থান করছিলেন। হঠাৎ একটি ভালুক তাদের ওপর হামলা চালায়। তবে ফটোগ্রাফার ও স্থানীয়রা দ্রুত প্রতিরোধ গড়ে তোলায় ভালুকটি পালিয়ে যায়।


এক বিবৃতিতে বলা হয়েছে, ভালুকের আঘাতে কেবল কিউবির বাহুই গুরুতরভাবে জখম হয়েছে।


পরে স্থানীয়দের সহায়তায় তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং দ্রুত স্কার্দু ডিএইচকিউ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করেন। বর্তমানে তিনি শঙ্কামুক্ত।


হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর কে-২ অ্যাডভেঞ্চার ক্লাব এক বিজ্ঞপ্তিতে জানায়, কিউবির পূর্ণাঙ্গ পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া গেছে তিনি আশঙ্কামুক্ত।


উল্লেখ্য, দেওসাই জাতীয় উদ্যান ইউনেস্কো ঘোষিত ‘অত্যন্ত বিপন্ন’ প্রজাতি হিমালয় বাদামী ভালুকের অন্যতম প্রধান আবাসস্থল। হিমালয়ের পশ্চিমাংশে অবস্থিত এই আলপাইন মালভূমি তার প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশগত গুরুত্বের জন্য বিশেষভাবে পরিচিত।


এসএ/