তিলে তিলে গড়া বাড়ি শিশুদের স্কুলের জন্য দান করলেন কৃষক


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৪:৫২ পিএম, ৬ই সেপ্টেম্বর ২০২৫


তিলে তিলে গড়া বাড়ি শিশুদের স্কুলের জন্য দান করলেন কৃষক
ছবি: সংগৃহীত

ভারতের রাজস্থান রাজ্যের পাহাড়ি গ্রাম পিপলোডিতে ৬০ বছর বয়সী কৃষক মোর সিং নিজের বাড়ি গ্রামের স্কুলের জন্য উন্মুক্ত করে নজির স্থাপন করেছেন। সম্প্রতি ভারি বর্ষণে স্কুল ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পর তিনি এই নিঃস্বার্থ সিদ্ধান্ত নেন।


মোর সিং কখনো স্কুলে যাননি, কিন্তু তিনি তার সাধারণ দুই কক্ষের বাড়ি ৫০-৬০ শিক্ষার্থীর উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের জন্য উৎসর্গ করেছেন। রাজ্য সরকার তার এই উদ্যোগের জন্য ২ লাখ রুপি আর্থিক সহায়তা দিয়েছে।


আরও পড়ুন: ২৫ লাখ টাকা খরচ করে স্বেচ্ছায় মৃত্যুবরণ করলেন নারী


জুলাই মাসে পিপলোডিতে এ বছর ৭০ বছরের মধ্যে সর্বাধিক বর্ষণ (২৮৫ মিমি) হয়। ২৫ জুলাই একটি শ্রেণিকক্ষের ছাদ ধসে সাত শিশুর মৃত্যু হয় এবং ২১ জন আহত হয়। দুর্ঘটনার পর মোর সিং ও তার পরিবার অস্থায়ী ঝুপড়িতে চলে যান।


মোর সিং বলেন, "যদি দ্রুত সিদ্ধান্ত না নিতাম, অনেক শিশু স্কুল ছেড়ে দিত। পাশের গ্রামে যেতে শিশুদের জন্য পাহাড়ি দুই কিলোমিটার পথ পার হওয়া সম্ভব নয়। শিশুর ভবিষ্যতের জন্য নিজের স্বাচ্ছন্দ্যও ত্যাগ করতে প্রস্তুত।"


মোর সিংয়ের এই উদ্যোগের জন্য রাজ্য সরকার পিপলোডিকে ‘আদর্শ গ্রাম’ ঘোষণা করেছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, নতুন স্কুল, খেলার মাঠ ও স্বাস্থ্যকেন্দ্রসহ অন্যান্য সুবিধার জন্য অতিরিক্ত তহবিল আসবে, যদিও নতুন স্কুল নির্মাণে অন্তত দেড় বছর সময় লাগবে।


আরও পড়ুন: হাসপাতালের ভেতরে ইঁদুরের কামড়ে দুই নবজাতকের মৃত্যু


গ্রামে প্রায় ৯০টি পরিবার বসবাস করে, যাদের অধিকাংশই আদিবাসী। মোর সিং বলেন, "আমরা দরিদ্র জনগোষ্ঠী, কোনো উন্নয়নই প্রায় দেখিনি। তাই শিশুদের শিক্ষা অত্যন্ত জরুরি।"


স্থানীয়রা তাকে ‘পুরো গ্রামের নায়ক’ হিসেবে অভিহিত করেছেন। দুর্ঘটনায় আহত রাম দয়ালের মেয়েসহ বহু শিশু এখন তার বাড়িতেই পড়াশোনা করছে।


আরএক্স/