অমরত্ব নিয়ে পুতিন-সির ব্যক্তিগত কথোপকথনের ফুটেজ সরাল রয়টার্স


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৫:৩০ পিএম, ৬ই সেপ্টেম্বর ২০২৫


অমরত্ব নিয়ে পুতিন-সির ব্যক্তিগত কথোপকথনের ফুটেজ সরাল রয়টার্স
ছবি: সংগৃহীত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের মধ্যে অঙ্গ প্রতিস্থাপন এবং মানুষের আয়ু ১৫০ বছর পর্যন্ত বাড়ানো নিয়ে হওয়া ব্যক্তিগত কথোপকথনের ফুটেজ সরিয়ে নিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।


চীনা রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভি (CCTV) তাদের ধারণ করা ফুটেজ ব্যবহারের অনুমতি প্রত্যাহার করে এবং সরিয়ে ফেলার দাবি জানালে রয়টার্স এ পদক্ষেপ নেয়। সিসিটিভির আইনি দলের অভিযোগ—রয়টার্স লাইসেন্সের সীমা অতিক্রম করে ফুটেজের ‘সম্পাদকীয় ব্যবহার’ করেছে এবং বিষয়বস্তু ভুলভাবে উপস্থাপন করেছে।


আরও পড়ুন: ২৫ লাখ টাকা খরচ করে স্বেচ্ছায় মৃত্যুবরণ করলেন নারী


গত বুধবার বেইজিংয়ে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে হাঁটার সময় পুতিন ও সি চিনপিংয়ের মধ্যে ওই আলাপ হয়। সেখানে পুতিনের দোভাষীকে বলতে শোনা যায়, “বায়োটেকনোলজি ক্রমাগত বিকশিত হচ্ছে। অঙ্গ প্রতিস্থাপন করা সম্ভব হচ্ছে। যত বেশি সময় বাঁচবেন, ততই কম বয়সী থাকবেন, এমনকি অমরত্বও পাওয়া যেতে পারে।” জবাবে সি বলেন, “অনেকে ভবিষ্যদ্বাণী করছেন, এ শতাব্দীতেই মানুষ ১৫০ বছর পর্যন্ত বাঁচতে পারবে।”


রয়টার্স চার মিনিটের ওই ভিডিও সম্পাদনা করে বিশ্বব্যাপী এক হাজারেরও বেশি গণমাধ্যম ক্লায়েন্টের কাছে পাঠায়। বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়ে আন্তর্জাতিক গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে।


আরও পড়ুন: হাসপাতালের ভেতরে ইঁদুরের কামড়ে দুই নবজাতকের মৃত্যু


তবে সিসিটিভির অভিযোগের জবাবে রয়টার্স জানায়, কপিরাইট অনুমতি প্রত্যাহার হওয়ায় তারা ভিডিও সরিয়েছে। কিন্তু প্রকাশিত তথ্যের নির্ভুলতা ও তাদের নিরপেক্ষ সাংবাদিকতার মানদণ্ডে কোনো ত্রুটি হয়নি বলে সংস্থাটি দাবি করেছে।


ঘটনাটি ঘটে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসানের ৮০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সামরিক কুচকাওয়াজ চলাকালে, যেখানে পুতিন, সি চিনপিং ও কিম জং উনসহ আরও অনেক বিদেশি নেতা উপস্থিত ছিলেন।


আরএক্স/