হাসপাতালের ভেতরে ইঁদুরের কামড়ে দুই নবজাতকের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০১:৪৪ পিএম, ৬ই সেপ্টেম্বর ২০২৫

মধ্যপ্রদেশের ইন্দোরে এমওয়াই হাসপাতালের নবজাতক নিবিড় পরিচর্যা ইউনিটে দুই কন্যাশিশু মারা গেছেন। অভিযোগ, হাসপাতালে প্রবেশ করা ইঁদুর তাদের কামড় দিয়েছিল, যা তাদের শারীরিক অবস্থাকে আরও জটিল করে তোলে।
আরও পড়ুন: অস্ট্রিয়ার অর্থনীতিবিদ ভারতের ভাগের ডাক দিলেন
চিকিৎসকরা জানিয়েছেন, মূল মৃত্যুর কারণ জন্মগত অসুস্থতা ও সংক্রমণ হলেও ইঁদুরের কামড় বিষয়টিকে তীব্র করেছে। নিহত শিশুগুলোর মধ্যে একজনের ওজন ১ কেজি, অপরজনের ১.৬ কেজি ছিল।
ঘটনার পর হাসপাতালের নিরাপত্তা ও দায়িত্বে থাকা কয়েকজন কর্মীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এমওয়াই মেডিকেল কলেজের ডিন ডা. অরবিন্দ ঘাঙ্ঘোরিয়া স্বীকার করেছেন, শিশু বিভাগে ইঁদুর প্রবেশ করেছে এবং এটি নিরাপত্তা ব্যবস্থার ব্যর্থতার পরিচায়ক।
বিস্তারিত: গাজা অভিমুখে ৪৪ দেশের ১০০ জাহাজের নৌবহর
পরিবার ও স্থানীয়দের অভিযোগ, হাসপাতালের ভেতরে দীর্ঘদিন ধরে ইঁদুর দেখা যাচ্ছিল, কিন্তু কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি।
সূত্র: ইন্ডিয়া টুডে