গাজা অভিমুখে ৪৪ দেশের ১০০ জাহাজের নৌবহর


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০১:০৯ পিএম, ৬ই সেপ্টেম্বর ২০২৫


গাজা অভিমুখে ৪৪ দেশের ১০০ জাহাজের নৌবহর
ছবি: সংগৃহীত

ইসরায়েলের সতর্কবার্তা উপেক্ষা করে গাজার মানুষের জন্য মানবিক সহায়তা নিয়ে ইউরোপ থেকে যাত্রা শুরু করেছে এক বিশাল নৌবহর। আয়োজকরা একে বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র মিশন হিসেবে বর্ণনা করেছেন।


এই অভিযানে অন্তত ৪৪ দেশের প্রতিনিধি ও প্রায় ১০০টি জাহাজ অংশ নিচ্ছে। প্রথম ধাপে ডজনখানেক ছোট জাহাজ চিকিৎসক, মানবিক কর্মী, স্বেচ্ছাসেবী ও জরুরি সামগ্রী নিয়ে ৩১ আগস্ট স্পেন থেকে রওনা হয়। পরে ৪ সেপ্টেম্বর তিউনিসিয়ায় দ্বিতীয় বহর যুক্ত হয়।


আরও পড়ুন: সৌদিতে পাহাড় খোদাই করে ফাইভ স্টার রিসোর্ট ‘ডেজার্ট রক’


গ্লোবাল সুমুদ ফ্লোটিলার তথ্যমতে, অংশগ্রহণকারীরা কোনো সরকার বা রাজনৈতিক দলের প্রতিনিধি নন। চিকিৎসক, আইনজীবী, শিল্পী, ধর্মীয় নেতা ও স্বেচ্ছাসেবীরা মানবিক দায়িত্ববোধ থেকে এই মিশনে অংশ নিয়েছেন।


আয়োজকরা জানিয়েছেন, নিরাপত্তার কারণে নৌবহরের সুনির্দিষ্ট রুট প্রকাশ করা হবে না। প্রায় ৩ হাজার কিলোমিটার পথ অতিক্রম করতে তাদের এক সপ্তাহের বেশি সময় লাগতে পারে।


আরও পড়ুন: সমুচা আনতে ভুলে যাওয়ায় স্বামীকে মেরে হাসপাতালে পাঠালেন স্ত্রী!


২০০৭ সাল থেকে ইসরায়েল গাজার আকাশ ও সমুদ্রপথ কঠোরভাবে নিয়ন্ত্রণ করছে। তাই ফ্লোটিলাই এখন গাজায় সহায়তা পৌঁছানোর অন্যতম পথ। এই যাত্রা মানবিক সহায়তার পাশাপাশি বিশ্বকে বার্তা দিচ্ছে— গাজার অবরোধ দ্রুত শেষ করতে হবে।


আরএক্স/