অস্ট্রিয়ার অর্থনীতিবিদ ভারতের ভাগের ডাক দিলেন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০১:৩০ পিএম, ৬ই সেপ্টেম্বর ২০২৫

অস্ট্রিয়ার অর্থনীতিবিদ ও অ্যাক্টিভিস্ট গুনথার ফেলিঙ্গার সম্প্রতি ভারতকে ছোট ছোট দেশে বিভক্ত করার আহ্বান জানিয়েছেন। নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি বলেছেন, “আমি ভারতকে ভেঙে দেওয়ার ডাক দিচ্ছি। নরেন্দ্র মোদী রাশিয়ার লোক। আমাদের মুক্ত খালিস্তানের বন্ধু চাই।”
বিস্তারিত: গাজা অভিমুখে ৪৪ দেশের ১০০ জাহাজের নৌবহর
ফেলিঙ্গার একটি ম্যাপও পোস্ট করেছেন, যেখানে ভারতের বিভিন্ন অংশ আলাদা আলাদা পতাকার রঙে দেখানো হয়েছে। উত্তর ভারতের বড় অংশ ‘খালিস্তান’ হিসেবে চিহ্নিত করা হয়েছে, পাশাপাশি মহারাষ্ট্র, অন্ধ্র প্রদেশ, বিহার, গুজরাট, পশ্চিমবঙ্গ, উত্তরপূর্ব ভারত, কেরালা ও তামিলনাড়ু আলাদা অঞ্চলে প্রদর্শিত হয়েছে।
তিনি আরও উল্লেখ করেছেন যে, সম্প্রতি তিনি একটি শিখ নেতার সঙ্গে দুই ঘণ্টা ধরে আলোচনা করেছেন, যেখানে খালিস্তানের স্বাধীনতা ও ভারতকে “সাবেক ভারত” করার পরিকল্পনা নিয়ে কথা হয়েছে। ফেলিঙ্গার অভিযোগ করেছেন যে, ভারতের জনগণকে রাশিয়ারপন্থি নরেন্দ্র মোদীর কবল থেকে মুক্ত করতে হবে।
আরও পড়ুন: সৌদিতে পাহাড় খোদাই করে ফাইভ স্টার রিসোর্ট ‘ডেজার্ট রক’
ভারতীয় গণমাধ্যম এই ঘটনার প্রেক্ষাপট হিসেবে উল্লেখ করেছে, ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের চাপের কারণে ভারতের রাশিয়া থেকে তেল কেনার বিষয় নিয়ে ওয়াশিংটন-দিল্লির সম্পর্ক কিছুটা দূরত্বে পৌঁছেছে।
আরএক্স/