মালয়েশিয়ায় জুয়া ও পতিতাবৃত্তির অভিযোগে ৩৭৭ বাংলাদেশি আটক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১২:৫৪ পিএম, ৭ই সেপ্টেম্বর ২০২৫

মালয়েশিয়ার কুয়ালালামপুরে বিশেষ অভিযান চালিয়ে জুয়া ও পতিতাবৃত্তির অভিযোগে ৮২৮ জন বিদেশিকে আটক করেছে ইমিগ্রেশন বিভাগ। এর মধ্যে ৩৭৭ জন বাংলাদেশি নাগরিক রয়েছেন।
শনিবার (৬ সেপ্টেম্বর) রাতে জালান ইপোহ এলাকার একটি হোটেলে অভিযান চালানো হয়। অভিযানে অংশ নেন পুত্রজায়া ইমিগ্রেশনের গোয়েন্দা ও বিশেষ অভিযান বিভাগের কর্মকর্তারা। হোটেলটিকে দীর্ঘদিন ধরে বিদেশি পতিতাবৃত্তি কেন্দ্র ও অনলাইন জুয়ার আখড়া হিসেবে ব্যবহার করা হচ্ছিল বলে জানানো হয়েছে।
আরও পড়ুন: ট্রাম্পকে বিদায় করার দাবিতে উত্তাল ওয়াশিংটন ডিসি
আটককৃতদের মধ্যে বাংলাদেশের পাশাপাশি মিয়ানমার, ভারত, থাইল্যান্ড, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া ও লাওসের নাগরিক রয়েছেন। তাদের বয়স ১৯ থেকে ৬১ বছরের মধ্যে। কিছু ব্যক্তির বৈধ ভ্রমণ নথি ছিল না, কেউ কেউ ভিসা বা পাসপোর্টের নিয়ম ভঙ্গ করেছেন।
একই রাতে নেগেরি সেম্বিলানের নিলাই এলাকায় ২১ জন মিয়ানমার নাগরিককেও আটক করা হয়। তাদের মধ্যে একজনকে প্রাইমিস কেয়ারটেকার ও বাকি ২০ জনকে পরিচারিকার কাজে নিয়োজিত থাকার সন্দেহে আটক করা হয়েছে।
আরও পড়ুন: লন্ডনে বিবিসির সাবেক সদর দপ্তরে ভয়াবহ অগ্নিকাণ্ড
মালয়েশিয়ার ইমিগ্রেশন মহাপরিচালক জানিয়েছেন, অভিযুক্তদের বিরুদ্ধে ১৯৬৩ সালের ইমিগ্রেশন রেগুলেশনের বিভিন্ন ধারায় ব্যবস্থা নেওয়া হয়েছে। সবাইকে পুত্রজায়া ইমিগ্রেশন অফিসে পাঠানো হয়েছে এবং তদন্তে সহায়তার জন্য সাতজন স্থানীয় ব্যক্তিকেও তলব করা হয়েছে।
আরএক্স/