আইন-শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:০১ পিএম, ৭ই সেপ্টেম্বর ২০২৫

সাম্প্রতিক ঘটনাবলির প্রেক্ষিতে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি কিছুটা অবনত হয়েছে বলে স্বীকার করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
রোববার (৭ সেপ্টেম্বর) দুপুরে রাজারবাগ পুলিশ লাইনে নির্বাচনী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আইন-শৃঙ্খলার বর্তমান পরিস্থিতি নিয়ে প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন, “এতদিন পরিস্থিতি স্বাভাবিক ছিল। তবে গত কয়েক দিনের ঘটনায় বলতে হয় কিছুটা খারাপের দিকে গেছে। আমরা চেষ্টা করছি দ্রুত আগের অবস্থায় ফিরিয়ে আনতে।”
রাজবাড়ীর সাম্প্রতিক সহিংসতা প্রসঙ্গে তিনি বলেন, “ঘটনার তদন্ত চলছে। ইতোমধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের পর পুরো চিত্র জানা যাবে।”
আরও পড়ুন: প্রবীণ রাজনীতিক বদরুদ্দীন উমর আর নেই
কর্তৃপক্ষের গাফিলতি নিয়ে প্রশ্ন করা হলে উপদেষ্টা বলেন, “তদন্ত শেষ না করে দায়ী করা ঠিক হবে না। তদন্তে কেউ দোষী প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে, নির্দোষ হলে কোনো পদক্ষেপ নেওয়া হবে না।”
সামাজিক যোগাযোগমাধ্যমে আগাম হুমকি সত্ত্বেও সহিংসতা ঠেকানো যায়নি—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমরা ব্যর্থ হইনি। যারা এসব ঘটিয়েছে তাদের আইনের আওতায় আনা হবে। সমস্যা হচ্ছে সমাজে অসহিষ্ণুতা বেড়ে গেছে। সবাইকে ধৈর্যশীল হতে হবে।”
এ ধরনের পরিস্থিতি নির্বাচনে প্রভাব ফেলবে কিনা জানতে চাইলে উপদেষ্টা বলেন, “জনগণ যখন নির্বাচনমুখী হবে তখন তাদের কেউ বাধা দিতে পারবে না। ভোটকেন্দ্রের দিকে যেতে জনগণকে কেউ প্রতিহত করতে পারবে না।”
এসএ/