ভাষাসৈনিক আহমদ রফিক আবারও হাসপাতালে ভর্তি


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০১:২১ পিএম, ৭ই সেপ্টেম্বর ২০২৫


ভাষাসৈনিক আহমদ রফিক আবারও হাসপাতালে ভর্তি
ফাইল ছবি

ভাষাসৈনিক ও বিশিষ্ট লেখক আহমদ রফিক আবারও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় হঠাৎ তার রক্তে অক্সিজেনের মাত্রা কমে গেলে তাকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে নেওয়া হয়। এর মাত্র একদিন আগে, শুক্রবার, চিকিৎসকদের পরামর্শে তাকে হাসপাতাল থেকে বাসায় আনা হয়েছিল।


আরও পড়ুন: আইন-শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা


তার ব্যক্তিগত সহকারী আবুল কালাম জানান, ২০২১ সালে পড়ে গিয়ে পা ভেঙে যাওয়ার পর থেকেই ধীরে ধীরে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। অসুস্থতার কারণে লেখালেখি বন্ধ হয়ে যাওয়ায় তিনি মানসিকভাবেও ভেঙে পড়েছেন। বর্তমানে ল্যাবএইড হাসপাতাল তার চিকিৎসার সব ব্যয়ভার বহন করছে।


ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ইসমাইল সাদী গণমাধ্যমকে জানান, শুক্রবার ছাড়পত্র দেওয়ার সময় চিকিৎসকরা বলেছিলেন হাসপাতালে রাখার প্রয়োজন নেই, বরং সংক্রমণের ঝুঁকি থাকতে পারে। তাই তাকে বাসায় নেওয়া হয়েছিল। কিন্তু পরদিন তার শারীরিক অবস্থার অবনতি হলে আবার হাসপাতালে ভর্তি করা হয়।


আরও পড়ুন: নীতির পথে চলেই গড়তে হবে নতুন বাংলাদেশ: শিক্ষা উপদেষ্টা


১৯২৯ সালের ১২ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ায় জন্মগ্রহণকারী আহমদ রফিক বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নাম। একুশে পদক ও বাংলা একাডেমি পুরস্কারসহ অসংখ্য সম্মাননা পেয়েছেন তিনি। কলকাতার টেগর রিসার্চ ইনস্টিটিউট তাকে দিয়েছে ‘রবীন্দ্রতত্ত্বাচার্য’ উপাধি। শতাধিক বইয়ের রচয়িতা ও সম্পাদক আহমদ রফিক ২০০৬ সালে স্ত্রীকে হারানোর পর থেকে একাই বসবাস করছেন।


এএস