দলে ভাঙন ঠেকাতে পদত্যাগ করছেন জাপানের প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০২:৫০ পিএম, ৭ই সেপ্টেম্বর ২০২৫

জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা দলে বিভক্তি এড়াতে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। এই পদক্ষেপ বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশটিকে নতুন রাজনৈতিক অনিশ্চয়তার দিকে ঠেলে দিতে পারে।
রয়টার্স জানায়, গত বছরের সেপ্টেম্বর ক্ষমতায় আসার পর ইশিবার জোট সংসদের উভয় কক্ষে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। ভোটারদের মধ্যে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির ক্ষোভও তার হারের একটি গুরুত্বপূর্ণ কারণ হিসেবে দেখা হচ্ছে।
আরও পড়ুন: ট্রাম্পকে বিদায় করার দাবিতে উত্তাল ওয়াশিংটন ডিসি
স্থানীয় সময় রোববার সন্ধ্যা ৬টায় তিনি সংবাদ সম্মেলন করবেন। সরকার ও প্রধানমন্ত্রীর দপ্তর এখনও পদত্যাগের বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক মন্তব্য করেনি।
গত জুলাইয়ে উচ্চকক্ষ নির্বাচনে হারের পরই নিজ দলের কিছু নেতা পদত্যাগের আহ্বান জানিয়েছিলেন, তবে ইশিবা তা অবহেলা করেছিলেন। হারের পর রাজনৈতিক অচলাবস্থা দেখা দেয়, যা গত সপ্তাহে ইয়েন ও জাপানি সরকারি বন্ডের বাজারে বড় ধস ফেলে।
আরও পড়ুন: লন্ডনে বিবিসির সাবেক সদর দপ্তরে ভয়াবহ অগ্নিকাণ্ড
এদিকে, ক্ষমতাসীন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) নেতৃত্ব নির্বাচনের জন্য বিশেষ ভোটের আয়োজন করেছে। বাজার বিশেষ করে নতুন নেতাদের দিকে নজর রাখছে, যারা তুলনামূলক শিথিল আর্থিক ও মুদ্রানীতি সমর্থন করেন। সানায়ে তাকাইচি সম্ভাব্য প্রার্থী হিসেবে সবচেয়ে বেশি আলোচিত।
যদি ইশিবা পদত্যাগ করেন, তবে তার শেষ সরকারি কাজ হবে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তি বাস্তবায়ন। চুক্তির অধীনে জাপান ৫৫০ বিলিয়ন ডলারের বিনিয়োগ করবে, বিনিময়ে যুক্তরাষ্ট্র জাপানের গুরুত্বপূর্ণ গাড়ি শিল্পে শুল্ক কমানোর প্রতিশ্রুতি দিয়েছে।
আরএক্স/