ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন, ঠেকাতে পারবে না কোনো শক্তি: প্রেস সচিব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:৫০ পিএম, ৭ই সেপ্টেম্বর ২০২৫

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, ‘‘এই নির্বাচন বাধাগ্রস্ত করার মতো শক্তি পৃথিবীতে নেই, সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।’’
আরও পড়ুন: মুক্তিযুদ্ধের লেখা ইতিহাস ৮০ থেকে ৯০ ভাগই মিথ্যা: বদরুদ্দীন উমর
রবিবার (৭ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার সভাপতিত্বে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের এক বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
প্রেস সচিব বলেন, নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে স্থানীয় প্রশাসনকে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্রিয় ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।
আরও পড়ুন: প্রাণিজ পুষ্টিতে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে নারীদের সম্পৃক্ততা অপরিহার্য: ফরিদা আখতার
এ সময় ডাকসু নির্বাচন প্রসঙ্গে তিনি জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে ভোট শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।
এএস