অবশেষে পদত্যাগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৩:২৬ পিএম, ৯ই সেপ্টেম্বর ২০২৫


অবশেষে পদত্যাগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি
ছবি: সংগৃহীত

তরুণদের টানা বিক্ষোভ, সহিংসতা ও রাজনৈতিক অস্থিরতার মুখে অবশেষে পদত্যাগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি।


মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন বলে নেপালের সচিবালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে।


আরও পড়ুন: নেপালে বাসভবন থেকে মন্ত্রীদের সরিয়ে নিচ্ছে সেনাবাহিনী


সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞা ও দুর্নীতির বিরুদ্ধে সোমবার থেকে দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়। কারফিউ উপেক্ষা করে মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো রাজধানী কাঠমান্ডুসহ বিভিন্ন স্থানে তরুণেরা রাজপথে নেমে আসেন। এসময় তারা নেপালি কংগ্রেসের কেন্দ্রীয় কার্যালয়সহ কয়েকজন সাবেক প্রধানমন্ত্রী, মন্ত্রী ও রাজনীতিকের বাড়িতে ভাঙচুর চালান। এমনকি জরিপ বিভাগের ভবন ও প্রেসিডেন্ট কার্যালয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়।


পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ব্যবহার করে। সোমবার পুলিশের গুলিতে ১৯ জন নিহত হওয়ার পর আন্দোলন আরও তীব্র হয়ে ওঠে। শতাধিক মানুষ আহত হন।


আরও পড়ুন: নেপালে বিক্ষোভে উত্তেজনা: সর্বদলীয় বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী ওলি


বিক্ষোভকারীদের আন্দোলন মূলত ‘নেপো কিড’ ক্যাম্পেইনকে কেন্দ্র করে গড়ে ওঠে। এতে রাজনীতিবিদদের সন্তানদের আড়ম্বরপূর্ণ জীবনযাপন ও দুর্নীতির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করা হয়। তরুণ প্রজন্ম দুর্নীতিবিরোধী স্লোগান তুলতে থাকলে আন্দোলন ছড়িয়ে পড়ে দেশজুড়ে।


এদিকে টানা সহিংসতার কারণে সরকার ফেসবুক ও ইউটিউবসহ সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নিলেও বিক্ষোভ থামেনি। অবশেষে রাজনৈতিক চাপ ও সেনাপ্রধানের আহ্বানে প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি পদত্যাগ করেন।


আরও পড়ুন: ক্ষমতাসীন নেপালি কংগ্রেসের কার্যালয়ে আগুন


এ আন্দোলনের মধ্যে ইতোমধ্যে একে একে তিনজন মন্ত্রী পদত্যাগ করেছেন। সোমবার স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখকের পদত্যাগের পর মঙ্গলবার কৃষি ও প্রাণিসম্পদমন্ত্রী রাম নাথ অধিকারী এবং পানি সরবরাহ মন্ত্রী প্রদীপ ইয়াদবও পদত্যাগপত্র জমা দেন।


এএস