ডাকসু নির্বাচন
পরিকল্পিত প্রহসন প্রত্যাখ্যান করলাম: আবিদুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৪৯ এএম, ১০ই সেপ্টেম্বর ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ফলাফল নিয়ে ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়েছেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী মো. আবিদুল ইসলাম খান। মঙ্গলবার দিবাগত রাত ২টা ২০ মিনিটে দেওয়া পোস্টে তিনি ফলাফলকে “পরিকল্পিত প্রহসন” বলে মন্তব্য করেন।
ওই সময়ে পাঁচটি হলের ফলাফল ঘোষণা সম্পন্ন হয়। ঘোষিত ফলাফলে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী মো. আবু সাদিক (সাদিক কায়েম) পান ৭ হাজার ৭৬ ভোট, আর আবিদুল ইসলাম খান পান ১ হাজার ৭৮৯ ভোট।
আরও পড়ুন: শহীদুল্লাহ হলে বড় ব্যবধানে এগিয়ে সাদিক কায়েম, আবিদ ১৯৯
পোস্টে আবিদুল লিখেছেন, “পরিকল্পিত কারচুপির এই ফলাফল দুপুরের পরপরই অনুমান করেছি। নিজেদের মতো করে সংখ্যা বসিয়ে নিন। এই পরিকল্পিত প্রহসন প্রত্যাখ্যান করলাম।”
এর আগে রাত দেড়টার দিকে পৃথকভাবে হলভিত্তিক ফল ঘোষণা শুরু হয়। দীর্ঘ ছয় বছর পর অনুষ্ঠিত হয় মিনি পার্লামেন্ট খ্যাত ডাকসু ও হল সংসদ নির্বাচন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের আটটি কেন্দ্রে মোট ৮১০টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: ৫ কেন্দ্রের ফলাফলে বিপুল ভোটে এগিয়ে সাদিক কায়েম
এবারের নির্বাচনে ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৪৭১ জন প্রার্থী। তাদের মধ্যে নারী প্রার্থী ছিলেন ৬২ জন। ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৪৫ জন, জিএস পদে ১৯ জন এবং এজিএস পদে ২৫ জন প্রার্থী। নারী প্রার্থীদের মধ্যে ভিপি পদে ছিলেন ৫ জন, জিএস পদে ১ জন ও এজিএস পদে ৪ জন।
মোট ভোটার ছিলেন ৩৯ হাজার ৭৭৫ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ভোটার ২০ হাজার ৮৭৩ জন এবং ছাত্রী ভোটার ১৮ হাজার ৯০২ জন। ভোটগ্রহণে অংশগ্রহণের হার ছিল ৮০ শতাংশেরও বেশি।
এএস