ডাকসু নির্বাচন
শামসুন নাহার হলেও এগিয়ে শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৩৭ এএম, ১০ই সেপ্টেম্বর ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ছয়টি হলের ফলাফল ঘোষণা শেষ হয়েছে। সবগুলোতেই ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা ভিপি, জিএস ও এজিএস পদে এগিয়ে রয়েছেন।
সর্বশেষ ঘোষিত শামসুন নাহার হলে ভিপি পদে শিবির সমর্থিত সাদিক কায়েম পেয়েছেন ১ হাজার ১১৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত আবিদুল ইসলাম খান পান ৪৩৪ ভোট। এছাড়া স্বতন্ত্র ঐক্যের উমামা ফাতেমা পান ৪০৩ ভোট, বাগছাসের আব্দুল কাদের ৫৯ ভোট, জামালুদ্দীন খালিদ ৫৫ ভোট এবং ছাত্র অধিকার পরিষদ সমর্থিত বিন ইয়ামীন মোল্লা পান মাত্র ৪ ভোট।
আরও পড়ুন: জিয়া হলেও সাদিকের বড় জয়, আবিদ পেলেন চারগুণ কম ভোট
হলটিতে জিএস পদে শিবির সমর্থিত এস এম ফরহাদ সর্বোচ্চ ৮১৪ ভোট পেয়ে এগিয়ে আছেন। দ্বিতীয় স্থানে রয়েছেন মেঘমল্লার বসু (৫১৭ ভোট) এবং তৃতীয় স্থানে আরাফাত চৌধুরী (৫০৫ ভোট)। চতুর্থ স্থানে আছেন ছাত্রদল সমর্থিত শেখ তানভীর বারী হামীম, যিনি পেয়েছেন ৩১২ ভোট।
এজিএস পদেও শিবির প্যানেলের প্রার্থী মুহা. মহিউদ্দীন খান শীর্ষে রয়েছেন। তিনি পেয়েছেন ৯০৫ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত তানভীর আল হাদী মায়েদ পান ৩৩৬ ভোট। এছাড়া তাহমিদ মুদাসসির পেয়েছেন ২৩২ ভোট।
আরও পড়ুন: ফলাফল নিয়ে উমামার ব্যঙ্গাত্মক পোস্ট: ‘চলিতেছে সার্কাস’
ফলাফলের এই ধারায় দেখা যাচ্ছে, শামসুন নাহার হলসহ ঘোষিত সবগুলো কেন্দ্রে শিবির সমর্থিত প্রার্থীরাই শক্ত অবস্থানে রয়েছেন।
এএস