ইউক্রেনের ৩০০ মাইল জুড়ে সাঁড়াশি আক্রমণ চালালো রাশিয়া
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
ইউক্রেনে চলমান অভিযানের অংশ হিসেবে দেশটির পূর্বাঞ্চলে ৩০০ মাইল দীর্ঘ ফ্রন্ট লাইনজুড়ে একযোগে আক্রমণ চালিয়েছে রাশিয়া। সাঁড়াশি এ হামলাকে ‘যুদ্ধের নতুন পর্যায়’ বলছে ইউক্রেন।
দেশটির জেনারেল স্টাফ বলছে, রুশ বাহিনীর মনোযোগ এখন পূর্বাঞ্চলীয় দনবাস অঞ্চলের পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়া। এজন্যই তারা প্রায় পুরো ফ্রন্টলাইন বরাবর ইউক্রেনের প্রতিরক্ষা ভেদ করার চেষ্টা করছে।
তবে এখন পর্যন্ত রুশ সেনারা মাত্র দুটি এলাকা- পূর্বাঞ্চলীয় শহর ক্রেমিন্না ও আরেকটি ছোট শহর দিয়ে ভেতরে ঢুকতে পেরেছে বলে লুহানস্কের আঞ্চলিক সামরিক প্রশাসন শ্রেহি হাইদাই জানিয়েছেন।
বিবিসি জানিয়েছে, রুশ বাহিনী ক্রেমিন্নার নিয়ন্ত্রণ নিলেও শহরটির সড়কগুলোতে তুমুল যুদ্ধের খবর পাওয়া গেছে।
সোমবার থেকে রাশিয়াকে ইউক্রেনে হামলার তীব্রতা বাড়াতে দেখা যাচ্ছে। দোনেৎস্ক ও লুহানস্কের পূর্ণ নিয়ন্ত্রণ নিতে পার্শ্ববর্তী খারকিভসহ একাধিক দিক দিয়ে অগ্রসর হতে চেষ্টা করছে তারা।
ইউক্রেনের জেনারেল স্টাফ জানিয়েছে, রাশিয়ার বাহিনী এখনও মারিউপোল অবরুদ্ধ করে রেখেছে এবং সেখানে গোলা ছুড়ছে। এর পাশাপাশি অন্যান্য শহরে তাদের ক্ষেপণাস্ত্র হামলাও অব্যাহত রয়েছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ ব্রিফিংয়ে বলা হয়েছে, এক রাতেই তাদের ক্ষেপণাস্ত্র ও কামান বাহিনী এক হাজার ২৬০টি লক্ষ্যে আঘাত হেনেছে।
এর মধ্যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহর স্লোভিয়ানস্কসহ দনবাস অঞ্চলের বিভিন্ন অংশে ইউক্রেইনীয় বাহিনীর ১৩টি অবস্থানে আঘাত হেনেছে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র।
পূর্বাঞ্চলীয় ফ্রন্টলাইনের কাছে বেশ কয়েকটি শহরসহ ইউক্রেইনের ৬০টি সামরিক স্থাপনায় বিমান হামলা করারও দাবি করেছে তারা।
এসএ/