Logo

নিজেদের অপরাধের বিস্ফোরণের ভয়ে সরকার ভীত: নজরুল ইসলাম খান

profile picture
জনবাণী ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২২, ২৩:৪৬
9Shares
নিজেদের অপরাধের বিস্ফোরণের ভয়ে সরকার ভীত: নজরুল ইসলাম খান
ছবি: সংগৃহীত

নিজেদের অপরাধের বিস্ফোরণের ভয়ে সরকার ভীত। বিএনপির কর্মসূচিতে তারা ভয় পায় বলেই বাধার সৃষ্টি করছে। এ কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইস...

বিজ্ঞাপন

নিজেদের অপরাধের বিস্ফোরণের ভয়ে সরকার ভীত। বিএনপির কর্মসূচিতে তারা ভয় পায় বলেই বাধার সৃষ্টি করছে। এ কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

শুক্রবার (২২ এপ্রিল) খালেদা জিয়াসহ দলের আটক নেতাকর্মীদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে শ্রমিক দলের আয়োজিত মানববন্ধনে এসব বলেন নজরুল ইসলাম খান। তিনি আরও বলেন, বাংলাদেশে সব জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে। শ্রমজীবী মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠছে। সরকারকে বলবো, গণতান্ত্রিক প্রক্রিয়ায় সরকার পরিবর্তন হলে সবার জন্য ভালো। অন্যথায় পরিণতি ভালো হবে না। অন্যায় কায়দায় কৌশল করে ক্ষমতা দখল মেনে নেয়া হবে না।

বিজ্ঞাপন

সরকারি কর্মচারীদের দলীয় লেজুরবৃত্তি না করে দেশের সংবিধান অনুযায়ী দায়িত্ব পালন করার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। জাতীয় প্রেসক্লাবের সামনে শ্রমিক দলের আলোচনা অনুষ্ঠান ও মানববন্ধনে তিনি এ আহ্বান জানান। নিউমার্কেটে শ্রমিক-শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় কোনো সম্পর্ক না থাকলেও বিএনপির স্থানীয় নেতাদের নামে মামলা দেয়া হয়েছে বলে অভিযোগ করেন বক্তারা।

এসএ/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD