Logo

‘বস’ মোশাররফ করিমের অফিসের গল্প

profile picture
জনবাণী ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২২, ২৩:৪৬
8Shares
‘বস’ মোশাররফ করিমের অফিসের গল্প
ছবি: সংগৃহীত

আশরাফ হোসেন একঘেয়ে, রাশভারী বস। তার অফিসের কলিগরা এমন বস দ্বিতীয়টি দেখেনি। একটা মানুষ কীভাবে এতটা নিরস হতে পারে! আশরাফ সাহেব মাত্রাতিরিক্ত সময় সচেতন। ...

বিজ্ঞাপন

আশরাফ হোসেন একঘেয়ে, রাশভারী বস। তার অফিসের কলিগরা এমন বস দ্বিতীয়টি দেখেনি। একটা মানুষ কীভাবে এতটা নিরস হতে পারে! আশরাফ সাহেব মাত্রাতিরিক্ত সময় সচেতন। বয়স ৪০ পার হলেও বিয়ে করেননি।

এমন মেজাজি বসের চরিত্রে ঈদে পাওয়া যাবে জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমকে।

বিজ্ঞাপন

এরমধ্যে ইরা নামের একটা মেয়ে একই অফিসে জয়েন করে। ইরা পুরোপুরি বোকা প্রকৃতির মেয়ে। অফিসের কর্মীরা এ বোকা মেয়েটিকে র্যাগ দেওয়ার পরিকল্পনা করে। তারা ইরাকে শিখিয়ে দেয়, বস জোকস শুনতে অনেক পছন্দ করে। তুমি বসকে জোকস শুনাও! এভাবে এগিয়ে যায় নাটকের কাহিনী।
ইরা চরিত্রে অভিনয় করেছেন উপস্থাপক-মডেল মৌসুমী মৌ।

এ নাটক রচনা ও নির্মাণ করেছেন ইমরাউল রাফাত। সিএমভির ব্যানারে নির্মিত ঈদের বিশেষ এ নাটকের নাম ‘বস’। এতে আরও একটি উল্লেখযোগ্য চরিত্রে অভিনয় করেছেন নির্মাতা-অভিনেতা শরাফ আহমেদ জীবন।

প্রযোজনা সূত্রে জানা গেছে, ‘বস’ নাটকটি আসছে ঈদে সিএমভি’র ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হবে।

বিজ্ঞাপন

ওআ/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD