চড়কাণ্ডের পর হঠাৎ ভারতে উইল স্মিথ
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
গেল মার্চে অস্কারের মঞ্চে সবার সামনেই উপস্থাপক ক্রিস রককে কষিয়ে চড় মারেন অভিনেতা উইল স্মিথ। এই ঘটনায় বিতর্কের ঝড় ওঠে বিশ্বজুড়ে। স্মিথকে ১০ বছরের নিষিদ্ধ করেছে অস্কার কর্তৃপক্ষ।
চড়কাণ্ডের পর আর প্রকাশ্যে দেখা যায়নি উইল স্মিথকে। অবশেষে প্রায় এক মাস পর দেখা গেল তাকে। তাও আবার ভারতে! মুম্বাইয়ের একটি হোটেলের সামনেই পাপারাজ্জিদের ক্যামেরাবন্দি হয়েছেন অভিনেতা।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের মতে, স্মিথের পক্ষ থেকে আনুষ্ঠানিক কিছু জানানো হয়নি। তবে আধ্যাত্মিক কাজে তার এই সফর হতে পারে। আধ্যাত্মিক নেতা ও ইশা ফাউন্ডেশনের সাধগুরুর সঙ্গে তার দেখা হওয়ার সম্ভাবনা আছে।
ভারতে এই প্রথম নয়, আগেও এসেছেন ‘কিং রিচার্ড’-খ্যাত এ অভিনেতা। ২০১৯ সালে ‘দ্য বাকেট লিস্ট’ ছবির শুটিংয়ে বলিউডের কয়েক জন তারকার সঙ্গে দেখা করতে এসেছিলেন মার্কিন অভিনেতা। ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার-২’র একটা দৃশ্যেও শুট করেছেন। ভারতের হরিদ্বার ঘুরে দেশে ফিরেছিলেন।
ওআ/