জাতিসংঘ মহাসচিবের ওপর চটলেন জেলেনস্কি


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


জাতিসংঘ মহাসচিবের ওপর চটলেন জেলেনস্কি

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস আগামী বৃহস্পতিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে সাক্ষাত করবেন। ইউক্রেন যুদ্ধের ব্যাপারে প্রেসিডেন্ট ভ্লামিদির পুতিনের সাথে সাক্ষাত করতে মস্কো সফরের পর তিনি কিয়েভ যাবেন।

তবে জাতিসংঘ মহাসচিবের মস্কো সফর নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জেলেনস্কি।

শনিবার (২৪ এপ্রিল) আলজাজিরায় এ তথ্য জানানো হয়।

জেলেনস্কি বলেন, ‘ইউক্রেনে না এসে প্রথম রাশিয়ায় যাওয়া একেবারেই ভুল সিদ্ধান্ত। এখানে কোন বিচার নেই, যুক্তি নেই, নিয়ম নেই।’

ইউক্রেনের প্রেসিডেন্ট জাতিসংঘ মহাসচিবের নিন্দা করে আরও বলেন, ‘যুদ্ধ ইউক্রেনে। মস্কোর রাস্তায় কোনও মরদেহ পড়ে নেই। যুক্তি বলে আগে ইউক্রেনে আসা উচিত, দখলদারদের ঘটানো বিপর্যয়ে এখানকার মানুষ কেমন আছে তা দেখতে।’

এদিকে যুদ্ধ বন্ধে ফের পুতিনের সঙ্গে বৈঠকের আহ্বান জানিয়েছেন জেলেনস্কি। এক সংবাদ সম্মেলেনে তিনি বলেন, আমি মনে করি এই যুদ্ধ শুরু করেছেন তিনিই (পুতিন) শেষ করতে পারেন।

ওআ/