পাপারাজ্জিদের দেখে রেগে গেলেন ছোট্ট তৈমুর


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


পাপারাজ্জিদের দেখে রেগে গেলেন ছোট্ট তৈমুর

কারিনা কাপুর ও সাইফ আলি খানের বড় ছেলে তৈমুর আলি খান। বয়স মাত্র পাঁচ বছর চলছে। এখনই তার চালচলনে নবাবি ভাব। পাপারাজ্জিদের কাছেও সে খুব প্রিয়। এবার পাপারাজ্জিকে দেখে রেগে গেলেন ছোট্ট তৈমুর! একটি ভিডিও ভাইরাল হতেই এমনটি মনে করছেন অনেকে।

ছোট্ট তৈমুরের কাণ্ডে এবার রীতিমত অবাক তারা।

সম্প্রতি এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে নেট মাধ্যমে। এরপর ভিডিওটি দেখে অনেকেই এমন প্রশ্নে তুলেছেন। তারা মনে করছে তৈমুর পাপারাজ্জিদের ছবি তোলা দেখে গাল দিচ্ছে। যদিও বিষয়টি তৈমুরের ভিডিও দেখে একেবারে নিশ্চিত হওয়া যায় না। তবে এটি নিয়ে কম সমালোচনা চলছে না।

ভিডিওতে দেখা যায় মা কারিনা ও পরিচারিকার সঙ্গে বাড়ির নিচে দাঁড়িয়ে রয়েছে তৈমুর। ভাই জেহ খেলা করছে গাড়িতে চেপে। হঠাৎ পাপারাজ্জিদের দেখে চিৎকার করে ছবি তোলা বন্ধ করতে বলে সে। কিন্তু যেভাবে বলেছে তা পছন্দ হয়নি নেটিজেনদের। তাদের অনেকেই মনে করছেন, তৈমুর নাকি অশ্লীল শব্দ ব্যবহার করেছে।

নেটিজেনদের এমন মনে হলেও তৈমুর আসলে গালাগাল করেনি। সে বলেছে, ‘বন্ধ করো দাদা, বন্ধ করো দাদা’। বাঙালিদের মতো মরাঠিদের দাদা বলার চল রয়েছে। সে কারণেই দাদা শব্দ প্রয়োগ করেছে তৈমুর— এমন সাফাই দিয়েছেন কারিনার ভক্তরা। তবে তার কথা বলার ধরন যে মোটেও শিশুসুলভ ছিল না তা অনেক কারিনা ভক্তও মেনে নিয়েছেন। তবে তাদের একটি বক্তব্য রয়েছে।

অন্যদিকে, পাপারাজ্জিদের বার বার নিষেধ করার পরও কেন তারা অনুমতি ছাড়া এভাবে ছবি কিংবা ভিডিও তুলতে যায় এ নিয়ে বেশ সমালোচনা চলছে।

ভিডিও দেখতে এখানে ক্লিক করুন

ওআ/