সব সিনেমাই নিজেদের ভাবা উচিত: বুবলী


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


সব সিনেমাই নিজেদের ভাবা উচিত: বুবলী

ঢাকাই সিনেমার তুমুল পরিচিত নায়িকা বুবলী। নিজেকে প্রমাণ করেছেন কাজ দিয়ে। ক্যারিয়ারের দ্বিতীয় ইনিংসে লম্বা রেসের ঘোড়া হয়ে উঠেছেন তিনি। এবারের ঈদে মুক্তি পাচ্ছে বুবলী অভিনীত ‘বিদ্রোহী’ সিনেমা। এতে শাকিব খানের বিপরীতে দেখা যাবে তাকে। এ জুটিকে নিয়ে সিনেমাটি নির্মাণ করেছে শাপলা মিডিয়া।

বিগ বাজেটের ‘বিদ্রোহী’ সিনেমা নিয়ে নিজের ফেসবুকে পোস্ট করেছেন বুবলী। প্রচার করেছেন সিনেমাটি। শাকিব খানের সঙ্গে একটি ছবি শেয়ার করে বুবলী লিখেছেন, ‘সিনেমা পুরনো হোক কিংবা নতুন, ভালো হোক কিংবা বেশি ভালো, যাই হোক না কেনো দিন শেষে আমাদের অভিনীত ও আমাদের শ্রম আছে অথবা সিনেমার সাথে সম্পৃক্ততা থাকুক বা না থাকুক, সব সিনেমাই আমাদের হওয়া উচিত, নিজেদের ভাবা উচিত। ‘বিদ্রোহী’ আসছে এবারের ঈদুল ফিতরে।’

‘বিদ্রোহী’ সিনেমার কাজ শুরু হয়েছিল ২০১৮ সালে। শুরু নাম ছিল ‘একটু প্রেম দরকার মাননীয় সরকার’। ঢাকার একটি অভিজাত হোটেলে মহরত হয়েছিল এটির। এরপর নাম বদল করে রাখা হয় ‘একটু প্রেম দরকার’। সবশেষ নাম রাখা হয় ‘বিদ্রোহী’।

২০২০ সালের ঈদুল ফিতরে মুক্তির কথা থাকলে করোনার কারণে তা সম্ভব হয়নি। এবার ঈদের মুক্তি পাচ্ছে সিনেমাটি। এমনটাই জানা গেছে, শাপলা মিডিয়ার সূত্রে।

সিনেমাটিতে শাকিব-বুবলীর সঙ্গে আরও অভিনয় করেছেন নবাগত সুচিস্মিতা মৃদুলা, সাদেক বাচ্চু, মিশা সওদাগর, অমিত হাসান, জাদু আজাদ প্রমুখ। এফডিসি, আফতাবনগর, পূবাইলসহ বিভিন্ন লোকেশনে চিত্রায়ন হয়েছে এটির।

এসএ/