জাহানারার এমন কিছু ব্যাপার আছে দেখালে লজ্জা পাবেন: নাদেল


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


জাহানারার এমন কিছু ব্যাপার আছে দেখালে লজ্জা পাবেন: নাদেল

ক্রিয়া ডেস্ক: বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমকে ছাড়া মালয়েশিয়ায় হতে যাওয়া আইসিসি কমনওয়েলথ গেমসের জন্য গত শুক্রবার বিসিবি দল ঘোষণা করে। তার আগে ফেসবুকে তার এক পোস্টকে ঘিরে আলোচনা সর্বত্র। বোর্ড সূত্রে জানা যায়, সম্প্রতি জিম্বাবুয়ে সফরে বিশ্বকাপ বাছাই খেলতে গিয়ে কোচ ও সতীর্থ কয়েকজনের সঙ্গে বাজে আচরণ করেন তিনি। শৃঙ্খলাভঙ্গের কারণেই তাকে শাস্তি পেতে হচ্ছে। তবে কোচ মনজুরুল ইসলাম জানান, নতুনদের সুযোগ করে দিতে নেওয়া হয়নি জাহানারাকে।

তবে জাতীয় দলের এই সিনিয়র ক্রিকেটারও তার বিরুদ্ধে আনা টিম ম্যানেজমেন্টের শৃঙ্খলাভঙ্গের অভিযোগের ব্যাপারে তৎপর। প্রধান নির্বাহী বরাবর দুই দিন আগে ম্যানেজমেন্টের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দেন। বিষয়টি নিয়ে রহস্য এতই ঘোলাটে হচ্ছে যে, এনিয়ে মুখ খুললেন উইমেনস উইংয়ের প্রধান শফিউল আলম চৌধুরী নাদেল।

এই সমস্যা নিয়ে সমাধানের পদক্ষেপ নেওয়া হবে বললেন তিনি, ‘একটি টুর্নামেন্ট বা সফরের পর কোচ-ম্যানেজার তাদের রিপোর্ট আমাদের কাছে দেন। অন্য কারো কিছু থেকে থাকলে বোর্ডকে অবশ্যই জানাতে পারেন। বোর্ডের কাছে একজন খেলোয়াড়ের যে প্রসঙ্গ এসেছে, তার কিছু কথাবার্তা থাকতেই পারে। এর আগেও সে এগুলো বলেছে। বা অন্য খেলোয়াড়রা যখনই কোনো সহায়তা চেয়েছে বা নজরে এনেছে, আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিয়েছি।’

খেলোয়াড়দের বাদ পড়ায় কোনো অস্বাভাবিকতা দেখছেন না নাদেল, ‘কোনো খেলোয়াড়ের বাদ পড়া, আবার যুক্ত হওয়া এটা খুব স্বাভাবিক প্রক্রিয়া। আমরা আমাদের দলটা সাজাচ্ছি। কিন্তু আমার কম্পিউটার বিশ্লেষক কাকে নিচ্ছি, টিম বয় কাকে নিচ্ছি, এটা কে নির্ধারণ করে দেবেন? আমি না আপনারা? এই প্রশ্নটা আপনাদের কাছে রেখে যেতে চাই।’

জাহানারা টিম ম্যানেজমেন্টের বিরুদ্ধে কী অভিযোগ এনেছেন জানতে চাইলে এই শীর্ষ কর্মকর্তা বলেছেন, ‘কোনো ক্রিকেটারকে নিয়ে প্রত্যাশা যখন পূরণ হয় না তখন মনঃক্ষুণ্ণ হওয়াটা স্বাভাবিক। এ বিষয়টাকে আমরা ইতিবাচকভাবে দেখতে চাই। আমি যেটা শুনেছি সে সরাসরি সিইওর কাছে অভিযোগ জানিয়েছে। তার অভিযোগের মধ্যে ছিল- তাকে যথাযথ গুরুত্ব দেওয়া হচ্ছে না। সেটা সে তার বিবেচনায় বলেছে। সিইও বলেছেন বিষয়টি খোঁজখবর নেবেন।’

খেলোয়াড়দের পাশে থাকার আশ্বাস দিলেন নাদেল, ‘আমি খেলোয়াড়দের অভিভাবক। যতদিন এই উইংয়ের দায়িত্ব পালন করব, দলের প্রত্যেকের অভিভাবক আমি। প্রত্যেকের ভালোর দায়ও আমার, খারাপের দায়ও আমার। আমি এই দায় নিয়েই বলছি, আপনাদের সকলের সহযোগিতা চাই। প্রমীলা ক্রিকেটের ক্ষতি হয় এমন বিষয় আমি এড়িয়ে যেতে চাই।’

অবশ্য জাহানারার বিরুদ্ধে যে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনা হয়েছে, তার কিছু প্রমাণ পেয়েছেন নাদেল, ‘আমার (জাহানারার বিরুদ্ধে অভিযোগের) কাছে কিছু প্রমাণ আছে। আমি দেখাতে চাই না, দেখালে আপনারাই লজ্জা পাবেন। এখানে পক্ষ-বিপক্ষের বিষয় নেই। আমরা স্বাভাবিক প্রক্রিয়ায় যেতে চাই। তারা আমাদের সন্তানতুল্য, ছোট ভাই, ছোট বোনের মতো। তাদের চলার পথে কিছু ভুলভ্রান্তি থাকতেই পারে। সেটা অভিভাবকসুলভ মনোভাব দিয়ে সংশোধন করার দায়িত্ব আমাদের।’