সোমালিয়ায় গাড়ি বোমা হামলায় নিহত ৮


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


সোমালিয়ায় গাড়ি বোমা হামলায় নিহত ৮

আন্তার্জাতিক ডেস্ক: সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে গাড়ি বোমা হামলায় অন্তত আট জন নিহত হয়েছেন।

বুধবার (১২ জানুয়ারি) এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন নগরীর অ্যাম্বুলেন্স সেবা বিভাগের প্রধান। খবর আল-জাজিরার।

মোগাদিসুর বাসিন্দা মোহাম্মদ ওসমান জানান, তিনি কাছের একটি মসজিদে নামাজ আদায় করছিলেন। এসময় বিস্ফোরণের প্রচণ্ডতায় মসজিদের দেয়াল ও ছাদ কেঁপে ওঠে।

তিনি বলেন, ‘আমি যখন মসজিদ থেকে বের হয়ে আসলাম তখন দেখলাম কয়েকটি পুরোনো বাড়ি ধসে পড়েছে, রাস্তায় দেহের হাত-পাসহ বিভিন্ন অঙ্গপ্রতঙ্গ বিচ্ছিন্ন হয়ে পড়ে আছে। গাড়ি বিধ্বস্ত হয়েছে, টুকটুক (রিকশা) পুড়ে গেছে ; মাত্র এক মিনিটের মধ্যে এসব প্রাণহানি ও ধ্বংসযজ্ঞ ঘটেছে।

হামলার জন্য কে বা কারা দায়ী সেটি তাৎক্ষনিকভাবে জানা যায়নি। এখনও কেউ এ ঘটনার দায় স্বীকার করেনি।

ওআ/