বার্সাকে হারিয়ে ফাইনালে রিয়াল
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
ক্রীড়া ডেস্ক: অতিরিক্ত সময়ে চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপের ফাইনাল নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ।
বুধবার
(১২ জানুয়ারি) রাতে সৌদি আরবের কিং ফাহাদ স্টেডিয়ামে খেলতে নামে দুই দল। এই ম্যাচ দিয়ে
বার্সেলোনার হয়ে অভিষেক হয় তরুণ স্প্যানিশ
তারকা ফেরান তোরেসের। এ ছাড়াও করোনা
কাটিয়ে মাঠে ফিরেন আনসু ফাতি, পেদ্রির মতো উদীয়মান তারকাও। তাতে বার্সেলোনা হারলেও শেষ পর্যন্ত লড়ে গেছে।
ম্যাচের শুরু থেকেই মাঠে নিজেদের অধিপত্য বিস্তার করতে থাকে দুই দল। তাতে ম্যাচের ২৫ মিনিটেই এগিয়ে যায় অভিজ্ঞতা আর তারুণ্যের সম্বন্ধয়ে আক্রমণভাগ গড়া রিয়াল। করিম বেনজেমার কাছ থেকে বল পেয়ে দারুণ এক শটে আন্দ্রে টের স্টেগানকে পরাস্ত করেন ভিনিসিয়াস জুনিয়র। তবে ব্যবধান বেশিক্ষন টিকলো না। ৪১ মিনিটেই দেম্বেলের পাস থেকে বার্সেলোনাকে সমতায় আনেন ডাচ