বিপিএলের চূড়ান্ত সূচি প্রকাশ, জেনে নিন কবে কখন কার খেলা
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
ক্রীড়া ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)
নতুন আসরের পূর্ণাংগ সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অষ্টম আসরের
উদ্বোধনী ম্যাচ মাঠে গড়াবে আগামী ২১ জানুয়ারি। টুর্নামেন্টের পর্দা নামবে ১৮ ফেব্রুয়ারি।
অবশ্য শিরোপানির্ধারণী ম্যাচের জন্য রাখা হয়েছে রিজার্ভ ডে'র ব্যবস্থা।
এবারের
আসরের ম্যাচগুলো হবে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে। ঢাকায় প্রথম পর্বে হবে আটটি ম্যাচ।
এরপর বিপিএল চলে যাবে চট্টগ্রামে। বন্দরনগরীতে পাঁচ দিনে হবে আটটি ম্যাচ। ২৮ জানুয়ারি
থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত টি-২০ জ্বরে কাঁপবে চট্টগ্রাম। এরপর আবার ঢাকায় ফিরবে দেশের
ক্রিকেটের সবচেয়ে বড় এই টি টোয়েন্টি আসর। দ্বিতীয় পর্বে ঢাকায় দুদিনে হবে চারটি ম্যাচ।
সিলেটে ৭ থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত পাঁচদিনে বিপিএলের ম্যাচ হবে ১০টি।
এরপর
আবারও ঢাকায় ফিরে প্রতিযোগিতার শেষ হবে। গ্রুপ পর্বের শেষ চার ম্যাচের পর দুটি কোয়ালিফায়ার
ও ফাইনাল ম্যাচ হবে মিরপুরের হোম অব ক্রিকেটে। দুটি কোয়ালিফায়ার ও ফাইনাল ম্যাচের ফাঁকে
একদিন করে রিজার্ভ ডে রাখা হয়েছে। প্রসঙ্গত, শুক্রবার বাদে প্রতিটি দিনের ম্যাচ বেলা
সাড়ে ১২টায় ও সন্ধ্যার ম্যাচ সাড়ে পাঁচটায় শুরু হবে। শুক্রবার দিনের ম্যাচ দুপুর দেড়টায়
এবং সন্ধ্যার ম্যাচে সাড়ে ছয়টায় শুরু হবে। ২৯ দিনের জমজমাট আসরের পর্দা নামবে ১৮ ফেব্রুয়ারি।
ম্যাচ রিজার্ভ ডে তে গড়ালে পরদিন শেষ হবে টুর্নামেন্ট।
একনজরে বিপিএলের চূড়ান্ত
সূচি:
তারিখ
ম্যাচ ভেন্যু সময়
২১
জানুয়ারি চট্টগ্রাম বনাম বরিশাল ঢাকা দুপুর দেড়টা
২১
জানুয়ারি খুলনা বনাম ঢাকা ঢাকা সন্ধ্যা সাড়ে ৬টা
২২
জানুয়ারি কুমিল্লা বনাম সিলেট ঢাকা দুপুর সাড়ে ১২টা
২২
জানুয়ারি চট্টগ্রাম বনাম ঢাকা ঢাকা বিকাল সাড়ে ৫টা
২৪
জানুয়ারি বরিশাল বনাম ঢাকা ঢাকা দুপুর সাড়ে ১২টা
২৪
জানুয়ারি চট্টগ্রাম বনাম খুলনা ঢাকা সন্ধ্যা সাড়ে ৬টা
২৫
জানুয়ারি সিলেট বনাম ঢাকা ঢাকা দুপুর সাড়ে ১২টা
২৫
জানুয়ারি কুমিল্লা বনাম বরিশাল ঢাকা বিকাল সাড়ে ৫টা
২৮
জানুয়ারি চট্টগ্রাম বনাম খুলনা চট্টগ্রাম দুপুর দেড়টা
২৮
জানুয়ারি সিলেট বনাম ঢাকা চট্টগ্রাম সন্ধ্যা সাড়ে ৬টা
২৯
জানুয়ারি খুলনা বনাম বরিশাল চট্টগ্রাম দুপুর সাড়ে ১২টা
২৯
জানুয়ারি চট্টগ্রাম বনাম সিলেট চট্টগ্রাম বিকাল সাড়ে ৫টা
৩১
জানুয়ারি চট্টগ্রাম বনাম কুমিল্লা চট্টগ্রাম দুপুর সাড়ে ১২টা
৩১
জানুয়ারি খুলনা বনাম বরিশাল চট্টগ্রাম বিকাল সাড়ে ৫টা
১
ফেব্রুয়ারি কুমিল্লা বনাম ঢাকা চট্টগ্রাম দুপুর সাড়ে ১২টা
১
ফেব্রুয়ারি চট্টগ্রাম বনাম বরিশাল চট্টগ্রাম বিকাল সাড়ে ৫টা
৩
ফেব্রুয়ারি খুলনা বনাম সিলেট ঢাকা দুপুর সাড়ে ১২টা
৩
ফেব্রুয়ারি চট্টগ্রাম বনাম কুমিল্লা ঢাকা বিকাল সাড়ে ৫টা
৪
ফেব্রুয়ারি সিলেট বনাম বরিশাল ঢাকা দুপুর দেড়টা
৪
ফেব্রুয়ারি কুমিল্লা বনাম ঢাকা ঢাকা সন্ধ্যা সাড়ে ৬টা
৭
ফেব্রুয়ারি কুমিল্লা বনাম বরিশাল সিলেট দুপুর সাড়ে ১২টা
৭
ফেব্রুয়ারি খুলনা বনাম সিলেট সিলেট বিকাল সাড়ে ৫টা
৮
ফেব্রুয়ারি চট্টগ্রাম বনাম ঢাকা সিলেট দুপুর সাড়ে ১২টা
৮
ফেব্রুয়ারি সিলেট বনাম বরিশাল সিলেট বিকাল সাড়ে ৫টা
৯
ফেব্রুয়ারি খুলনা বনাম ঢাকা সিলেট দুপুর সাড়ে ১২টা
৯
ফেব্রুয়ারি কুমিল্লা বনাম সিলেট সিলেট বিকাল সাড়ে ৫টা
১১
ফেব্রুয়ারি খুলনা বনাম কুমিল্লা ঢাকা দুপুর দেড়টা
১১
ফেব্রুয়ারি বরিশাল বনাম ঢাকা ঢাকা সন্ধ্যা সাড়ে ৬টা
১২
ফেব্রুয়ারি চট্টগ্রাম বনাম সিলেট ঢাকা দুপুর সাড়ে ১২টা
১২
ফেব্রুয়ারি খুলনা বনাম কুমিল্লা ঢাকা বিকাল সাড়ে ৫টা
১৪
ফেব্রুয়ারি এলিমিনেটর ঢাকা দুপুর সাড়ে ১২টা
১৪
ফেব্রুয়ারি ১ম কোয়ালিফায়ার ঢাকা বিকাল সাড়ে ৫টা
১৬
ফেব্রুয়ারি ২য় কোয়ালিফায়ার ঢাকা বিকাল সাড়ে ৫টা
১৮
ফেব্রুয়ারি ফাইনাল ঢাকা সন্ধ্যা সাড়ে ৬টা
ওআ/