কনডম বিক্রি করতে গিয়ে কটাক্ষের শিকার নুসরাত
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
ভারতীয় অভিনেত্রী নুসরাত বারুচাকে রাস্তায় ঘুরে ঘুরে কনডম বিক্রি করতে দেখা গেছে। এ খবর সবাই জানতে পেরেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। কিন্তু নারী হয়ে তার কনডম বিক্রি করাটা মেনে নিতে পারেননি কেউ। তাই বলে নেটিজেনরা যে সহানুভূতি প্রকাশ করছেন, তা কিন্তু নয়। উল্টো নেট দুনিয়ায় তার উদ্দেশ্যে চালিয়েছেন যৌন আক্রমণ। নোংরা মন্তব্যে ভরিয়ে দিয়েছেন প্রকাশিত পোস্টারের মন্তব্যের ঘর।
তবে নুসরাতের যৌন সামগ্রী বিক্রির ঘটনাটি বাস্তব নয়। কাজটি তাকে করতে দেখা গেছে পর্দায়। সিনেমার চরিত্র কাল্পনিক বলেই আমরা জানি। কিন্তু মাঝে মাঝে পর্দার চরিত্র বাস্তবের চেয়েও শক্তিশালী হয়ে ওঠে। এমনটাই হয়েছে ভারতীয় এই অভিনেত্রীর সঙ্গে। তার চরিত্রের ধকল সইতে পারেননি নেটাগরিকরা।
সম্প্রতি নুসরাতের একটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। ‘জনহিত মে জারি’ নামক সে সিনেমায় তাকে দেখা যাবে কনডম বিক্রেতার চরিত্রে। ইতোমধ্যেই অনলাইনে ছবির পোস্টার প্রকাশ পেয়েছে।
পোস্টারে দেখেই জেগে উঠেছে নেটিজেনদের বিকৃত মানসিকতা। তাদের অধিকাংশই তার সঙ্গে যৌন মিলনের আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন। অনেকেই মন্তব্যের ঘরে গিয়ে লিখেছেন, ‘এসো সহবাস করি।’
কিন্তু এমনসব মন্তব্য পড়ে পিছিয়ে যাননি এই অভিনেত্রী। দিয়েছেন তার উচিত জবাব। একটি ভিডিও বার্তা প্রকাশ করেছেন নুসরাত। সেখানে কুরুচিপূর্ণ মন্তব্যকারীদের এক হাত নিয়েছেন তিনি।
ভিডিওতে নুসরাত বলেন, ‘আমার নতুন একটি সিনেমা মুক্তি পেতে যাচ্ছে। সিনেমাটির পোস্টার নেট দুনিয়ায় শেয়ার করেছিলাম। সেখানে আমাকে কনডম বিক্রি করতে দেখা গেছে। তাই দেখে সবাই কুরুচিপূর্ণ মন্তব্যে ভরিয়ে দিয়েছেন পোস্টটি।’
তিনি আরও বলেন, ‘অনেকে এসব বাজে মন্তব্য মুছে দিলেও আমি মুছব না। আপনাদের সব নোংরা মন্তব্য ফাঁস করে দেব আমি।’
এ কথা বলেই এই তিনি কুরুচিপূর্ণ মন্তব্যগুলো প্রকাশ করেছেন। তারপর সবার উদ্দেশ্যে বলেছেন, ‘সিনেমাটি মূলত আপনাদের বাজে মানসিকতা বদলানোর উদ্দেশ্যেই তৈরি করা হয়েছে।’
চলচ্চিত্রটি নির্মাণ করেছেন রাজ সান্ডিল্য। ভারতীয় সংবাদমাধ্যমকে পরিচালক বলেন, ‘চলচ্চিত্রটিতে নুসরাত একজন শহুরে মেয়ের চরিত্রে অভিনয় করেছেন। জীবিকার তাগিদে সে কনডম বিক্রেতার জীবন বেছে নেয়। কিন্তু একজন নারীর কনডম বিক্রি করাটা সমাজ মেনে নিতে পারে না। ফলে তাকে সইতে হয় নানারকম লাঞ্ছনা। এমন গল্প নিয়েই নির্মিত হয়েছে চলচ্চিত্রটি।’
সিনেমাটিতে নুসরাতের বিপরীতে অভিনয় করেছেন অনুদ সিং ঢাকা। খুব দ্রুতই সিনেমাটির ট্রেলার মুক্তি পাবে। আগামী ১০ জুন মুক্তি পাবে এই সিনেমা।
ওআ/