করোনা আক্রান্ত সাকিব, খেলতে পারবেন না প্রথম টেস্ট


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


করোনা আক্রান্ত সাকিব, খেলতে পারবেন না প্রথম টেস্ট

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সাকিব আল হাসান। যার ফলে চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট খেলা হচ্ছে না বাঁহাতি অলরাউন্ডারের।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক মনজুর হোসেন।

তিনি বলেছেন, ‘সাকিব আল হাসান আজ সকালে দেশে ফিরেছেন। কোভিড প্রকোটল অনুযায়ী দলের সঙ্গে যোগ দেওয়ার আগে তার কোভিড টেস্ট জরুরি ছিল। আজ সকালে তার কোভিড টেস্ট করানো হয়েছিল। রাতে আমরা রিপোর্ট পেয়েছি। কোভিড টেস্টে তার পজিটিভ এসেছে। বাসায় আইসোলেশনে আছেন।‘

চট্টগ্রামে বাংলাদেশ দল অনুশীলন শুরু করলেও দুদিন বাড়তি ছুটি দেওয়া হয়েছিল সাকিবকে। পরিবারের সঙ্গে সময় কাটিয়ে মঙ্গলবার সকালে দেশে ফেরেন তিনি। শ্রীলঙ্কা সিরিজে জৈব সুরক্ষা বলয় না থাকলেও নিয়ম অনুযায়ী করোনা পরীক্ষা করিয়ে দলের সঙ্গে যোগ দিতে হবে যে কাউকে। দলের সঙ্গে যোগ দেওয়ার আগে করা পরীক্ষাতেই করোনা পজিটিভ আসেন সাকিব।

আগামী ১৫ মে থেকে চট্টগ্রামে লঙ্কানদের বিপক্ষে প্রথম টেস্ট খেলার কথা ছিল তার।

ওআ/