Logo

ফের জুটি বাঁধলেন রোশান-বুবলী

profile picture
জনবাণী ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২২, ২৩:৪৬
15Shares
ফের জুটি বাঁধলেন রোশান-বুবলী
ছবি: সংগৃহীত

বর্তমান সময়ের বাংলা সিনেমার জনপ্রিয় জুটি চিত্রনায়ক জিয়াউল রোশান ও চিত্রনায়িকা শবনম বুবলী। এরই মধ্যে বেশ কয়েকটি সিনেমায় জুটি বাঁধার ফলে এই জুটিকে নিয়ে ...

বিজ্ঞাপন

বর্তমান সময়ের বাংলা সিনেমার জনপ্রিয় জুটি চিত্রনায়ক জিয়াউল রোশান ও চিত্রনায়িকা শবনম বুবলী। এরই মধ্যে বেশ কয়েকটি সিনেমায় জুটি বাঁধার ফলে এই জুটিকে নিয়ে চলচ্চিত্র নির্মাতাদের আগ্রহ তৈরি হয়েছে। এরই ধারাবাহিকতায় এবার প্রেম পুরাণ নামের নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হলেন রোশান-বুবলী। সিনেমাটি যৌথভাবে পরিচালনা করবেন মাসুদ মহিউদ্দিন ও মাহমুদ হাসান শিকদার।

বুবলীর সঙ্গে  নতুন একটি  চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হওয়া প্রসঙ্গে রোশান  সংবাদমাধ্যমে বলেন, পরিচালক ও প্রযোজকেরা আমাদের দুজনকে নিয়ে সিনেমা বানাতে আগ্রহী হচ্ছেন। আমারও মনে হচ্ছে, বুবলীর সঙ্গে আমার চমৎকার একটা বোঝাপড়া তৈরি হয়েছে, যা কাজের ক্ষেত্রে খুবই আরামদায়ক। এ বিষয়ে গণমাধ্যমে বুবলি বলেন, ‘‘প্রতিনিয়ত নিজেকে নতুন সব চরিত্রে দেখার প্রবল আগ্রহ থেকে ‘প্রেম পুরাণ’ চলচ্চিত্রের সঙ্গে যুক্ত হওয়া।

বিজ্ঞাপন

রোশান-বুবলী জুটির প্রথম সিনেমা চোখ। এরপর তারা জুটি বেঁধে অভিনয় করছেন রিভেঞ্জ, বিট্রে ও মায়া: দ্য লাভ সিনেমায়। বর্তমানে সিনেমাগুলো নির্মাণাধীন রয়েছে। চলতি বছরই কয়েকটি সিনেমা মুক্তি পাওয়ার কথা রয়েছে।

রোশান অভিনীত মুক্তির অপেক্ষায় আছে মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত আশীর্বাদ, ফরিদুল হাসানের ‘করপোরেট’, দীপঙ্কর দীপনের অপারেশন সুন্দরবন, অনন্য মামুনের সাইকো, নাদের চৌধুরীর জ্বীন। অন্যদিকে, বুবলী অভিনীত মুক্তির অপেক্ষায় আছে ক্যাসিনো, তালাশ, লিডার: আমিই বাংলাদেশ নামের সিনেমাগুলো।

এসএ/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD