শিলচর থেকে প্রেরণ করা হল বাংলাদেশির কফিনবন্দি মৃতদেহ


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


শিলচর থেকে প্রেরণ করা হল বাংলাদেশির কফিনবন্দি মৃতদেহ

সুজন চক্রবর্তী,আসাম: অবৈধ উপায় অবলম্বন করে ভারতে প্রবেশ করে, ধরা পড়ে যান বাংলাদেশের জামাল উদ্দিন। শাস্তির মেয়াদ ফুরালেও জীবদ্দশায় নিজ দেশে ফিরতে পারলেন না জামাল। বৃহস্পতিবার আসামের করিমগঞ্জজেলার সুতাকান্দি সীমান্ত দিয়ে বাংলাদেশ সীমান্ত গার্ডের হাতে তুলে দেওয়া হয় জামালের কফিনবন্দি মৃতদেহ।
 
জামাল উদ্দিন ২০১৯ সালের নভেম্বর মাসে অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে ধরা পড়ে পুলিশের হাতে। সেই থেকে রয়েছেন শিলচর সেন্ট্রাল জেলে। আদালতের বিচারে তার ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত বন্দি থাকার কথা। কিন্তু এর আগেই তিনি নানা রোগব‍্যাধিতে আক্রান্ত হয়ে পড়েন। মাঝে মধ‍্যেই তাকে হাসপাতালে ভর্তি করা হতো। 

সর্বশেষ গত ৭ জানুয়ারি শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। গত মঙ্গলবার সেখানেই তিনি চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত‍্যাগ করেন। বুধবার তার ময়নাতদন্ত সম্পন্ন হয়। আসাম পুলিশের পক্ষ থেকে  তা জানানো হয় গুয়াহাটিস্থিত বাংলাদেশের অ‍্যাসিস্ট‍্যান্ট হাই কমিশনারকে। তাঁর অফিস থেকে জামাল উদ্দিনের বাংলাদেশের ঠিকানা নিশ্চিত করে মৃতদেহ হস্তান্তরের ব‍্যবস্থা করা হয়। 

সে অনুসারে বৃহস্পতিবার সুতাকান্দি সীমান্ত দিয়ে মৃতদেহ বাংলাদেশে প্রেরণ করা হয়।