দ্বিতীয়বার ভিসা বাতিলের পর অস্ট্রেলিয়ায় আটক জকোভিচ
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
ক্রীড়া ডেস্ক: টেনিস
তারকা নোভাক জকোভিচের ভিসা বাতিল নিয়ে নাটক এখনও চলছে।
শনিবার
(১৫ জানুয়ারি) দ্বিতীয়বারের মতো আটক করা হয়েছে বিশ্বের নাম্বার ওয়ান টেনিস তারকাকে।
জানা গেছে, ৩৪ বছর এই তারকার মামলার শুনানি শেষ না হওয়া পর্যন্ত তিনি আটক থাকবেন। বর্তমানে জকোভিচ যেখানে রয়েছেন সেখানে পাহারায় রয়েছে অস্ট্রেলিয়ার বর্ডার ফোর্সের সদস্যরা।
শুক্রবার
দ্বিতীয়বারের মতো জকোভিচের ভিসা বাতিল করা হয়। এরপর আজ শনিবার সকালে তার মামলার অনলাইন
শুনানি হয়। আগামীকাল রবিবার আবার শুনানি হবে। তার আগ পর্যন্ত তাকে মেলবোর্নের একটি
অভিবাসন কেন্দ্রে আটক থাকতে হবে।
তাঁর
বিরুদ্ধে অভিযোগ, অস্ট্রেলিয়ায় প্রবেশের সময় ভুল তথ্য দিয়েছিলেন। কোভিড সংক্রান্ত
তথ্য গোপন করারও অভিযোগ উঠেছে। জনস্বার্থের কারণ দেখিয়ে দ্বিতীয়বার সার্বিয়ান তারকার
ভিসা বাতিলের সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার ইমিগ্রেশন মন্ত্রী অ্যালেক্স হক।
ওআ/