টোঙ্গায় অগ্ন্যুৎপাত: যুক্তরাষ্ট্র ও জাপানে সুনামি সতর্কতা


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


টোঙ্গায় অগ্ন্যুৎপাত: যুক্তরাষ্ট্র ও জাপানে সুনামি সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের টোঙ্গায় সমুদ্রের ভেতরের একটি আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাতের পর সুনামি আঘাত হেনেছে।

শনিবার (১৫ জানুয়ারি) সাগরের তলদেশে থাকা হুঙ্গা টোঙ্গা-হুঙ্গা হাপাই আগ্নেয়গিরিটি অগ্নুৎপাত শুরু করে। এতে দক্ষিণ প্রশান্ত মহাসাগরজুড়ে কম্পনের সৃষ্টি হয়।

এরপরই সতর্কতার অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ও জাপানের উপকূলীয় এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়েছে। সেই সঙ্গে দেশ দুটির উপকূলীয় এলাকা থেকে মানুষজনকে সরে যাওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।

বিবিসি জানিয়েছে, টোঙ্গায় একটি আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত শুরুর পর নিজেদের সমুদ্র উপকূলে ৩ মিটার পর্যন্ত উঁচু ঢেউয়ের সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে জাপান। আর দেশটির দক্ষিণে ইতোমধ্যেই ১.২ মিটার উঁচু ঢেউ আছড়ে পড়েছে বলেও জানিয়েছে পূর্ব এশিয়ার এই দেশটি।

অন্যদিকে দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অগ্ন্যুৎপাতের পর নিজেদের উপকূলীয় এলাকায় তীব্র স্রোত ও ঢেউয়ের সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। এমনকি শক্তিশালী এই ঢেউয়ে দেশটির পশ্চিমাঞ্চলীয় উপকূলে বন্যা দেখা দিতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

ওআ/