কাউন্টিটে সেঞ্চুরির পর আজ আবারও ঝড়ো ইনিংস খেললেন আশরাফুল
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
বাংলাদেশ ক্রিকেটের এক সময়কার অন্যতম ব্যাটার ও সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল ব্যাট হাতে কাউন্টি ক্রিকেটে দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকানোর পর আবার খেললেন ৯৫ রানের আরো একটি দুর্দান্ত ইনিংস।
সোমবার (৩০ মে) আগের দিনের ধারাবাহিকতা বজায় রেখেছেন এই তারকা ক্রিকেটার। মাত্র ৫ রানের জন্য এদিন সেঞ্চুরি মিস করলেও আশরাফুল এই পারফর্মেন্সে দারুণ খুশি।
বাংলাদেশের এই ব্যাটার তার ফেসবুকে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ! আরও একটি ৯৫ রানের একটুর জন্য সেঞ্চুরি মিস! সানডে লিগ ফর লিলাগট ইংল্যান্ডে। সবাই দোয়া করবেন।’
এরআগে মাত্র ৮৫ বল থেকে ১০৭ রানের দারুণ এই ইনিংস খেলেন মোহাম্মদ আশরাফুল। ইংল্যান্ডের মাইনর ডার্বিশায়ার কাউন্টিতে এই শতক হাঁকিছিলেন যেটি কাউন্টি ক্রিকেটে তার প্রথম সেঞ্চুরি। ২০০৬ সালে প্রথম মাইনর ক্রিকেট খেলতে ইংল্যান্ড যান। এরপর ২০১২ ও ২০১৯ সালেও খেলেছেন মাইন কাউন্টিতে।
এবার ইংল্যান্ডের মাইনর কাউন্টিতে ইমরুল কায়েস, জহুরুলর হক অমি, ফরহাদ রেজা, আরাফাত সানি ও এনামুল জুনিয়ররা খেলছেন। গত ৭ মে ইংল্যান্ডে পাড়ি দেন এই ক্রিকেটাররা।
এসএ/