এশিয়া কাপের সূচি বদলাচ্ছে!
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
এশিয়ার ৫ শক্তিশালী ক্রিকেট দল নিয়ে চলতি বছরে ২৭ আগস্ট শুরু হয়ে ১১ সেপ্টেম্বর পর্যন্ত চলার কথা ছিল এশিয়া কাপ। যেটি এ বছরের মার্চে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভায় সিদ্ধান্ত হয়েছিল কিন্তু বেশ কিছু উল্লেখযোগ্য গণমাধ্যমের খবরে বলা হচ্ছে এশিয়া কাপের সময়সূচি এগিয়ে আসছে।
গণমাধ্যমগুলো বলছে কয়েকটি দেশের অনুরোধের নতুন সময়সূচির পরিবর্তন হচ্ছে। আগামী ২৪ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত এশিয়া কাপের সময়সূচি এগিয়ে আসছে। প্রস্তাবটিতে আয়োজক দেশ শ্রীলঙ্কাও রাজি হয়েছে তবে অংশগ্রহণকারী দেশগুলোর সম্মতির অপেক্ষায় লঙ্কান ক্রিকেট বোর্ড।
পাক গণমাধ্যম দ্য নিউজ জানিয়েছে, “আন্তর্জাতিক সূচিতে সম্ভাব্য সংঘর্ষের কারণে পাকিস্তানসহ বেশ কয়েকটি দেশের কাছ থেকে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড নতুন তারিখের অনুরোধ পেয়েছে, তাই সেভাবে তারিখ সামঞ্জস্য করা হয়েছে।”
সূত্র জানায়, “পাকিস্তান নিজের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে ৭ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য সময় বের করার জন্য টুর্নামেন্টটি এগিয়ে আনার প্রস্তাব করে। সেপ্টেম্বরের শেষ দিকে পাকিস্তান ইংল্যান্ডের বিপক্ষে সাতটি টি-টোয়েন্টি আয়োজন করবে। যদি এশিয়া কাপ নতুন তারিখ অনুযায়ী ২৪ আগস্ট শুরু হয়ে ৭ সেপ্টেম্বর শেষ হয়, তাহলে পাকিস্তানের জন্য সব ঠিকঠাক থাকবে।”
এসএ/