২০২৬ বিশ্বকাপও খেলবেন মেসি!
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ পিএম, ২২শে সেপ্টেম্বর ২০২২

পৃথিবী বিখ্যাত ফুটবলারদের একজন ৩৪ বছর বয়সী আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। বয়সটা যেন তার কাছে কোন বিষয়ই না। ২০২৬ সালের বিশ্বকাপ খেলারও ইচ্ছে প্রকাশ করেছেন ফুটবলের খুদে জাদুকর।
২০২৬ বিশ্বকাপ খেলার বিষয়ে মেসির কাছে জানতে চাইলে বিষয়টি তিনি একেবারে উড়িয়ে দেননি।
আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টসে এক সাক্ষাৎকারে মেসি বলেন, “দেখুন ২০২৬ সালে অনেক কিছুই হতে পারে। ফুটবল সবসময়ই পরিবর্তনশীল। সত্যি বলতে এটা আমার কাছে কিছুটা কঠিন মনে হলেও অসম্ভব নয়। আর আমি কাতার বিশ্বকাপ নিয়ে ভাবছি, এর পরেরটা পরে দেখা যাবে।”
তিনি জানান, “সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় এবার ব্যালন ডি'অরের পুরস্কারটি যেতে পারে ফরাসি ফরোয়ার্ড বেনজেমার হাতে। সেই সঙ্গে যোগ্য দল হিসেবেই এবার ১৪তম ট্রফি ঘরে তুলেছে রিয়াল মাদ্রিদ বলেও জানান মেসি।”
এবার কাতার বিশ্বকাপে নিজের ক্যারিয়ারের পঞ্চম বিশ্বকাপ খেলতে নামবেন লিওনেল মেসি। দেশের হয়ে এত বেশি বিশ্বকাপ খেলার কৃতিত্ব আর কোন আর্জেন্টাইন ফুটবলারের নেই। আর যদি মেসি ২০২৬ সালের বিশ্বকাপ খেলেন তবে হাজার বছরের রেকর্ডের মালিক হবেন আর্জেন্টাইন এই মহাতারকা। প্রথম খেলোয়াড় হিসেবে ৬টি বিশ্বকাপ খেলবেন মেসি।
এসএ/