টেস্টের অধিনায়ক হচ্ছেন সাকিব!
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ পিএম, ২২শে সেপ্টেম্বর ২০২২

সময়টা একদমই ভালো যাচ্ছেনা বাংলাদেশ ক্রিকেটের টেস্ট দলের অধিনায়ক মুমিনুল হকের। শেষ ১৫ ইনিংসে পঞ্চাশের উপরে রান পেয়েছেন মাত্র একটিতে। সদ্য শেষ হওয়া লঙ্কাদের বিপক্ষে ব্যাট যেন কথায় শোনেনি তার সাথে আবার অধিনায়কত্বের চাপ।
জানা গেছে, মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শ্রীলঙ্কার কাছে ১০ উইকেটের বাজে হারের পর মুমিনুলের সঙ্গে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বৈঠক করেন। তাঁর অধিনায়কত্বের ভবিষ্যৎ সম্পর্কে কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত ছাড়াই শেষ হয় বৈঠকটি। মুমিনুলকে তাঁর ভবিষ্যৎ নিয়ে ভাবতে বলেন পাপন।
বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস ইঙ্গিত দিয়ে বলেন, “আমি মনে করি অধিনায়কত্ব বাড়তি চাপ। অধিনায়ক হিসেবে আপনি যখন রান না পান, তখন চাপ বাড়তে থাকে। এটি তার ওপর প্রভাব ফেলতে পারে। তার জন্য যেটা উত্তম, যেটা প্রয়োজন, সে সিদ্ধান্ত নেওয়া উচিত।”
তিনি আরও বলেন, “বিসিবি সভাপতি তাঁর (মুমিনুল) সঙ্গে বসেছিলেন। আলোচনা এখনও শেষ হয়নি। তিনি এখন বিদেশে। ফিরে মুমিনুলের ভবিষ্যত নিয়ে আবার আলোচনায় বসবেন।”
অধিনায়কত্ব ছাড়তে মুমিনুলকে জোর করবে না বিবিসি। ওয়েস্ট ইন্ডিজ সফরেও দল ঘোষণার সময় মুমিনুলকেই টেস্ট অধিনায়ক হিসেবে রাখা হয়েছে। তবে তিনি যদি চান শুধু ব্যাটার হিসেবেই খেলবেন এই সিরিজে, তবে বোর্ড তাকে অধিনায়কত্ব করার জন্য জোর করবে না।
বিসিবি সূত্রে জানা গেছে, বাংলাদেশ টেস্ট দলের অধিনায়কত্ব পাচ্ছেন সাকিব আল হাসান। টেস্ট ক্রিকেটে অনীহা থাকলেও অধিনায়কত্বের ডাক উপেক্ষা করতে পারেননি সাকিব। তাই মৌন সম্মতিও দিয়েছেন তিনি। তবে মমিনুল নিজ থেকে সরে না গেলে এই দায়িত্ব নিবেন না সাকিব। আগামী ২ জুন জরুরি সভা ডেকেছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন, সেদিনই আসতে পারে নতুন সিদ্ধান্ত। সাকিব অধিনায়ক হলে সহ-অধিনায়ক হিসেবে নাম আসতে পারে দারুণ ফর্মে থাকা লিটন দাসের।
এসএ/