ইতালি-আর্জেন্টিনার মহারণ আজ


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


ইতালি-আর্জেন্টিনার মহারণ আজ

অপেক্ষার প্রহর শেষ, কোপা আমেরিকার চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন ইতালির মধ্যকার মহারণ ‘ফিনালিসসিমা’ দেখা যাবে আজ। পুরোপুরি ৯০ মিনেট হবে ম্যাচটি। নেই কোন অতিরিক্ত সময়।

বুধবার (১ জুন) রাতে ইংল্যান্ডের ওয়েম্বলি স্টেডিয়ামে বাংলাদেশ সময় ১২টা ৪৫ মিনিটে মুখোমুখি হবে ইতালি ও আর্জেন্টিনা।

২০২১ সালের ডিসেম্বরে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে ইউরোপের সর্বোচ্চ ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ‌‘উয়েফা’ ও দক্ষিণ আমেরিকা শীর্ষ ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ‘কনমেবল’। চুক্তিতে বেশ কয়েকটি বিষয় অন্তর্ভুক্ত করেছে দুটি সংস্থা। ইউরো ও কোপা আমেরিকার চ্যাম্পিয়নদের মধ্যে আয়োজিত  ম্যাচটি।

ম্যাচটিতে কোনো অতিরিক্ত সময়ের ব্যবস্থা রাখা হয়নি। অর্থাৎ নির্ধারিত ৯০ মিনিটে ফল না আসলে সরাসরি পেনাল্টি শুটআউটে চলে যাবে দুই দল। দুই কনফেডারেশন যৌথভাবে ম্যাচের রেফারি ও অফিসিয়ালদের নির্বাচন করবে।

এর আগেও দুই কনফেডারেশনের আয়োজনে ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। এই নিয়ে তৃতীয়বারের মতো নিজেদের মধ্যে দ্বৈরথে নামবে ইউরো ও কোপা আমেরিকার চ্যাম্পিয়নরা।

এর আগে প্রথমবার ১৯৮৫ সালে ফ্রান্স নিজেদের মাঠে ২-০ গোলে হারিয়েছিল উরুগুয়েকে। আট বছর পর আর্জেন্টিনা ঘরের মাঠে টাইব্রেকারে জিতেছিল ডেনমার্কের বিপক্ষে। এবার মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ইতালি।

২০১৯ সালের জুলাই মাসের পর থেকে কোনো ম্যাচ হারেনি আর্জেন্টিনা। ইতালির বিপক্ষে ম্যাচে তাই দক্ষিণ আমেরিকার দলটিকেই ফেভারিট ভাবা হচ্ছে। যদিও আর্জেন্টিনা নিজেদের সেভাবে ভাবছে না। ইউরো চ্যাম্পিয়নদের বিপক্ষে লড়াই করেই জয়ের আশা দেখছে কোপা আমেরিকার চ্যাম্পিয়নরা। একই চিন্তা ইতালিরও। বিশ্বকাপ থেকে ছিটকে গেলেও এই ম্যাচে জয় নিয়ে কিছুটা স্বস্তি পেতে চায় ইউরোপ চ্যাম্পিয়নরা।

ইতালি সম্ভাব্য একাদশ: কিয়েলিনি, এমারসন, বারেল্লা, জর্জিনহো, ডন্নারুম্মা, ডি লরেঞ্জো, বনুচ্চি,  ভেরাত্তি, জানিয়োলো, স্কামাচ্চা ও ইনসিনিয়ে।

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ: মেসি, লাউতারো মার্টিনেজ ও ডি মারিয়া, এমি মার্টিনেজ, মলিনা, রোমেরো, ওটামেন্ডি, আকুনিয়া, ডি পল, রদ্রিগেজ, লো সেলসো, মেসি, লাউতারো মার্টিনেজ ও ডি মারিয়া।

এসএ/