মাঠে ফিরলেন তাসকিন-মিরাজ


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


মাঠে ফিরলেন তাসকিন-মিরাজ

কিছুদিন আগে দক্ষিণ আফ্রিকা সিরিজে তাসকিন-মিরাজের অসাধারণ ক্রিকেটে সিরিজ জিতে ছিল বাংলাদেশ। ঐ সিরিজে সেরার পুরুস্কারটাও পেয়েছিলেন তাসকিন আহমেদ। তবে টেস্ট সিরিজে কাঁধে চোট পেয়ে এক ম্যাচ খেলেই দলের বাইরে চলে যান এ টাইগার ফাস্ট বোলার। আর দেশে ডিপিএল খেলার সময় আঙ্গুলে চোট পেয়ে দল থেকে ছিটকে যান মিরাজ। যার দরুন সদ্য শেষ হওয়া শ্রীলঙ্কা সিরিজের দলে জায়গা পাননি দুজনের কেউই। 

ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ফেরার লক্ষ্যে চোট কাটিয়ে মিরপুরের হোম অব ক্রিকেটে অনুশীলনে ফিরেছেন তাসকিন ও মিরাজ দুইজনেই। কিছুদিন ধরে ফিটনেস ট্রেনিং এবং জিম করে নিজেদের ফিরে পাওয়ার কাজ শুরু করেছিলেন দুই ক্রিকেটার।এবার বোলিং অনুশীলনও শুরু করলেন এই দুই টাইগার ক্রিকেটার। 

বাংলাদেশের ব্যাটিং কোচ জেমি সিডন্সও নিজের দুই শিষ্যের মাঠে ফেরায় আনন্দিত। নিজের দুই শিষ্যকে নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে এই কোচ লিখেন, ‍“এই দুই ক্রিকেটার আজ থেকে অনুশীলন শুরু করতে দেখে ভালো লাগছে। দুইজনকেই ফিট লাগছে। তাদের হাসি বলে দেয়, মাঠে ফিরতে পেরে কতটা খুশি তারা।”

গত মার্চে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইনজুরির পর চিকিৎসার জন্য ইংল্যান্ডেও পাড়ি জমান তাসকিন। অস্ত্রোপচারের কথা থাকলেও পুনর্বাসন করেই নিজেকে ফিট করে তুলেছেন তাসকিন। এদিকে মিরাজ ডিপিএলে প্রাইম ব্যাংকের বিপক্ষে ম্যাচে তামিম ইকবালের ক্যাচ ধরতে গিয়ে ডান হাতের আঙুল ভেঙে ফেলেন।

এসএ/